কে বলে লোয়ার অর্ডার? অশ্বিন-অক্ষর অনায়াসে প্রথম ছয়ে ব্যাট করতে পারে, দাবি লিয়নের
কে বলে ওরা লোয়ার অর্ডার ব্যাটসম্যান? রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল অনায়াসে প্রথম ছয়ে ব্যাট করার ক্ষমতা রাখেন। শুধু ভারতেই নয়, বিশ্বের যে কোনও মাঠেই ওঁদের টপ অর্ডারে ব্যাট করতে পাঠানো যায়। টিম ইন্ডিয়ার দুই স্পিনার অল-রাউন্ডারকে নিয়ে এমনই উপলব্ধি নাথান লিয়নের।
অজি স্পিনারের এমন ধারণা যে অমুলক নয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ২টি টেস্টেই তার প্রমাণ মিলেছে। তাছাড়া অশ্বিন ও অক্ষরের ফার্স্ট ক্লাস কেরিয়ারে চোখ রাখলেই বোঝা যাবে যে, ব্যাট হাতে কতটা দক্ষ টিম ইন্ডিয়ার দুই স্পিনার।
নাগপুরে সিরিজের প্রথম টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬২ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন অশ্বিন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। অক্ষর প্যাটেল নাগপুরে নয় নম্বরে ব্যাট করতে নেমে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৪ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে ছক্কা হাঁকানোয় মায়াঙ্কদের টেক্কা দিলেন বিহারের অখ্যাত তরুণ, চোখ রাখুন সেরা পাঁচের তালিকায়
পরে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে অশ্বিন-অক্ষর জুটি চাপের মুখে ব্যাট হাতে দুরন্ত প্রতিরোধ গড়ে তোলেন। ভারত একসময় ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে তারা ২৬২ রানে পৌঁছতে সক্ষম হয় অশ্বিন-অক্ষর জুটির জন্যই। অশ্বিন নয় নম্বরে ব্যাট করতে নেমে ৫টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ৩৭ রান করেন। অক্ষর আট নম্বরে ব্যাট করতে নেমে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৫ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
সুতরাং, ২টি টেস্টেই অশ্বিন ও অক্ষর অজি বোলারদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। স্বাভাবিকভাবেই দুই ভারতীয় তারকার ব্যাটিং দক্ষতাকে স্বীকৃতি দিতে কুণ্ঠা বোধ করেননি লিয়ন। দিল্লি টেস্টের ফাঁকেই তিনি বলেন, ‘ওরা কখনই লোয়ার অর্ডার ব্যাটার নয়। অক্ষর-অ্যাশ (অশ্বিন) বিশ্বের সব জায়গাতেই অনায়াসে প্রথম ছয়ে ব্যাট করতে পারে। তাই ওদের লোয়ার অর্ডার বলা যাবে না। বরং ভারতের টপ অর্ডার অত্যন্ত দীর্ঘ বলা উচিত।’
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জির সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বাংলার একমাত্র প্রতিনিধি আকাশ দীপ, দেখে নিন তালিকা
উল্লেখ্য, অশ্বিন টেস্টে ইতিমধ্যেই ৫টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে। অক্ষর মাত্র ১০টি টেস্ট খেলে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here