কে কি বলল তাতে কিছু এসে যায় না,স্পার্সের বিরুদ্ধে জিতে সমালোচকদের জবাব রোনাল্ডোর
লিভারপুলের বিরুদ্ধে গত সপ্তাহে ৫-০ হেরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। প্রশ্ন উঠেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্স এবং দলের প্রয়োজনে তাঁর অবদান নিয়েও। তবে আরেক শক্তিশালী প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে দুরন্ত জয়ে সেইসব প্রশ্নের জবাব কিছুটা হলেও দিতে পেরেছে ম্যান ইউনাইটেড।
স্পার্সের বিরুদ্ধে ম্যাচে একটি গোল করার পাশপাশি একটি অ্যাসিস্টও প্রদান করেন রোনাল্ডো। দুরন্ত জয়ের পরেই সমালোচকদের নিজের স্বভাবিচত ভঙ্গিমায় জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা। ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘সমালোচনা সবসময় থাকবে। আমি ১৮ বছর ধরে ফুটবল খেলছি, তাই আমার কাছে এগুলো কোনো ব্যাপার নয়। একদিন আমরা ভাল খেললেও পরের দিনই অত্যন্ত খারাপ খেলতে পারি। জীবনটাই তো এমন। আমাদের সকলকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেই মতো নিজেদের বদলও ঘটাতে হয়, যা আমরা এই ম্যাচে করতে সক্ষম হয়েছি।’
চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে হেরে দল যে হতাশ ছিল, তা স্বীকার করে নিচ্ছেন পর্তুগিজ তারকা। তবে পাশপাশি স্পার্সের বিরুদ্ধে দল ভাল খেলেছে বলেই দাবি তাঁর। ‘দল একটু চাপে ছিল বটে, সামান্য হতাশও ছিল। তবে আমরা জানতাম আজ আমরা সব প্রশ্নের জবাব দিতে পারব। আমার কাজ গোল ও অ্যাসিস্ট প্রদান করে দলকে সাহায্য করা এবং তা করতে পেরে আমি সন্তুষ্ট। দলগত আমার মতে এটা একটা অসাধারণ পারফরম্যান্স ছিল।’ দাবি রোনাল্ডোর।
For all the latest Sports News Click Here