কে এগিয়ে? কে পিছিয়ে? দেখে নিন MI বনাম CSK-র রেকর্ড
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ১৪তম আইপিএল-এর দ্বিতীয় পর্ব। দুবাই-এ অনুষ্ঠিত আইপিএল-এর এই পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে টুর্নামেন্টের সবথেকে সফল দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আমনে সামনে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। একদিকে রোহিত শর্মার নেতৃত্বে এগিয়ে চলেছে মুম্বই-এর রথ, অন্যদিকে ধোনির নেতৃত্বে এ বারের টুর্নামেন্ট দুই নম্বর জায়গাটা দখল করে রেখেছে চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত সর্বাধিক পাঁচবার আইপিএল-এর শিরোপা জিতেছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এই ট্রফি জিতেছে মোট তিনবার। এ দিনের ম্যাচে দুই দল মাঠে নামার আগে চলুন দেখে নেওয়া যাক দুই দলের অতীতের কিছু রেকর্ড।
এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে মোট ৩১বার। তবে ম্যাচ জয়ের বিচারে পাল্লা ভারী রয়েছে মুম্বইয়ের দিকেই। ৩১টি ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৯বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বিরুদ্ধে ১২টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। দুই দলের মধ্যে চলতি মরশুমে সর্বোচ্চ স্কোর হয়েছিল ২০২১ সালের ১মে। এ দিনের ম্যাচে চেন্নাই করেছিল ২১৮ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুম্বই। এই ম্যাচ চার উইকেটে জিতেছিল রোহিত শর্মারা। তবে চলুন দেখে নেওয়া যাক ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত দুই দলের মুখোমুখি হওয়ার রেকর্ড।
২০০৮ সালে দুটি দলই একে অপেরর বিরুদ্ধে একবার করে জেতে। ২০০৯ সালেও মুম্বই ও চেন্নাই একে অপরের বিরুদ্ধে একাবর করে জিতেছিল। ২০১০ সালে মু্ম্বই একবার জিতলেও চেন্নাই জিতেছিল দুই বার। ২০১১ সালে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবারে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১২ ও ২০১৩ সালে পাল্লা ভারী ছিল মুম্বইয়ের। ২০১২ সালে দুই দলের ফল হয়েছিল ২-১, ২০১৩ সালে ফল হয়েছিল ৩-১। দুইবারই মরশুমে মুখোমুখি হওয়ার লড়াইয়ে মুম্বই হারিয়েছিল চেন্নাইকে। ২০১৪ সালে ৩-০ করেছিল চেন্নাই। এই মরশুমে তিনবারের সাক্ষাতে তিনবারই মুম্বইকে হারিয়েছিল চেন্নাই। ২০১৫ সালে বদলা নিয়েছিল মুম্বই। ৩-১ করেছিল রোহিত শর্মারা। জবাবে ২০১৮ ফল ১-১ হলেও, ২০১৯ সালে একে অপরের বিরুদ্ধে চারটি ম্যাচে নেমে চারটিতেই জিতেছিল রোহিত শর্মারা। ২০২০ সালেও ফল ছিল সমানে সমানে। এখন দেখার ২০২১ সালে কী হয়।
চলতি মরশুমে করোনার আগে পর্যন্ত একে অপরের বিরুদ্ধে এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মরশুমের প্রথম সাক্ষাতে ধোনিদের হারিয়েছে মুম্বই। তবে পয়েন্টের বিচারে চলতি মরশুমে এগিয়ে রয়েছে চেন্নাই। ৭ ম্যাচের শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুম শুরু হচ্ছে নতুন করে। এখন দেখার নতুন পর্বে দুই দলের লড়াইয়ের অঙ্ক কী হয়।
For all the latest Sports News Click Here