কে এই অস্কার-জয়ী ভারতীয় চন্দ্রবোস? ‘নাটু নাটু’র গীতিকারের পরিচয় জেনে নিন
সোমবার সকালে (ভারতীয় সময়ে) ভারতের বহু মানুষ অপেক্ষা করে বসেছিলেন টিভির বা মোবাইলের পর্দার সামনে। কারণ একটাই— অস্কারে কী কী পাবে ভারত? সৌনক সেন, কার্তিকী গনজালভেজ, গুনিত মোঙ্গাকে নিয়ে তো প্রতিক্ষা ছিলই, তার পাশাপাশি বড় অপেক্ষা ছিল রাজামৌলির ‘আরআরআর’-এ হিট গান ‘নাটু নাটু’ নিয়েও। এই গান কি পাবে অস্কার? প্রতীক্ষার শেষ হয়েছে। এবং প্রতীক্ষার শেষে ভালো খবরও এসেছে। ‘নাটু নাটু’ পেয়েছে পুরস্কার। সেরা গানের জন্য অস্কার উঠেছে দুই শিল্পীর হাতে। এমএম কিরাবানি এবং চন্দ্রবোস।
এমএম কিরাবানি সম্পর্কে অনেকেই জানেন। ভারতের অন্যতম নামজাদা সঙ্গীত পরিচালক হলেন কিরাবানি। কিন্তু সেভাবে হয়তো জনপ্রিয় নন চন্দ্রবোস। আর সেই কারণেই তাঁর সম্পর্কে খোঁজ নিচ্ছেন ভারতের বহু মানুষ।
(আরও পড়ুন: অস্কার পেল না বাঙালি! শৌনক সেনের অল দ্যাট ব্রিদস-এর স্বপ্নভঙ্গ ‘সেরা তথ্যচিত্র’ বিভাগে)
কে এই চন্দ্রবোস?
গীতিকার এবং গায়ক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন এই শিল্পী। মূলত তেলুগু ছবিতেই কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে ‘তাজ মহল’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। তার পরে টানা কাজ করে চলেছেন তিনি। তেলেঙ্গানার এই শিল্পীর কাজ করা হয়ে গিয়েছে প্রায় ৮৫০টি ছবিতে। তবে ভারতে তাঁকে অনেকে চিনলেও আন্তর্জাতিক স্তরে তাঁকে বিপুল পরিচিতি দিয়েছে ‘নাটু নাটু’। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এর জন্য তিনি অস্কারের আগে গোল্ডেন গ্লোবও পেয়েছেন।
(আরও পড়ুন: আরআরআর-এর নাটু নাটু জিতল অস্কার! পুরস্কার জিতে গান গেয়ে কিরাবানি দিলেন বিজয় ভাষণ)
অর্থনৈতিক ভাবে একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম এই শিল্পীর। বাবা ছিলেন স্কুলশিক্ষক। চন্দ্রবোস তাঁর স্কুলশিক্ষা শেষ করার পরে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। হায়দরাবাদের জওহরলাল নেহরু টেকনোলজি ইউনিভার্সিটি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কিন্তু অনেক আগে থেকেই গানবাজনার প্রতি আগ্রহ ছিল তাঁর। তিনি দূরদর্শনের বেশ কিছু অনুষ্ঠানে গানও গান। ফলে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে তিনি ঢুকে পড়েন বিনোদনের জগতেই। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা আবারও প্রমাণিত হল অস্কারের মঞ্চে।
(আরও পড়ুন: ‘দুই মহিলা এই কাজ করল’, ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা ডকুমেন্টারি শর্টের জন্য জিতল অস্কার!)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here