‘কে আছে, কে নেই, আর দল নিয়ে প্রশ্ন করবেন না,’ T20 WC-র ভারতীয় দল নিয়ে গাভাসকর
২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার টিম ইন্ডিয়া দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেল। দলে খুব একটা পরিবর্তন না দেখা গেলেও এই মেগা ইভেন্টের জন্য চারজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই নির্বাচিত করা হয়েছে। ভারতের দল নির্বাচন নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। রবি বিষ্ণোই নির্বাচিত না হওয়ার বিষয়ে তিনি বলেছিলেন যে এই খেলোয়াড় এখনও তরুণ এবং ভবিষ্যতে তিনি আরও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন।
এছাড়াও পড়ুন… KKR অধিনায়ককে দলে চান মহম্মদ আজহারউদ্দিন! ক্ষিপ্ত হলেন ভক্তরা
২২ বছর বয়সি বিষ্ণোই ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। ইন্ডিয়া টুডে-তে গাভাসকর বলেন, ‘বয়স এখন তাঁর সঙ্গে। আগামী দুই বছরের মধ্যে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, ভবিষ্যতে তিনি অনেক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন। এখন তাঁকে এমনভাবে পারফর্ম করতে হবে যাতে তাঁকে দল থেকে বাদ দেওয়া না যায়। সে একজন তরুণ খেলোয়াড় এবং এটা বোঝা তাঁর জন্য ভালো অভিজ্ঞতা যে সে সব দলে থাকতে পারে না।’
ভারতীয় দল সম্পর্কে গাভাসকর বলেন, ‘খুব ভালো দল বলে মনে হচ্ছে। জসপ্রীত বুমরাহ এবং হার্ষাল প্যাটেলের ফিরে আসার পরে মনে হচ্ছে টিম ইন্ডিয়া তারা তাদের সেই শক্তি ফিরে পেয়েছে। টার্গেট রক্ষা করতে সমস্যায় পড়েছে ভারত। এই দু’জনের ফেরা দলকে শক্তিশালী করেছে। দীপক চাহার দলে না থাকলেও ধরে রাখা হয়েছে আর্শদীপ সিংকে। আমি মনে করি এটি একটি ভালো নির্বাচন। আপনি সবসময় দল নির্বাচন সম্পর্কে অভিযোগ করতে পারেন। তবে এখন বাছাই করা হয়েছে।’
এছাড়াও পড়ুন… পাকিস্তানের হারের পরের শোয়েব মালিকের বিস্ফোরক টুইট, এত সৎ হবেন না, বললেন আকমল
সুনীল গাভাসকর আরও বলেছেন, ‘এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল। তাই এখন জিজ্ঞেস করবেন না কে কে দলে নেই। আমাদের উচিত এই দলটিকে ১০০ শতাংশ সমর্থন করা। এখন নির্বাচন হয়ে গেছে, এটি আমাদের দল এবং আমাদের এটিকে পুরোপুরি সমর্থন করা উচিত।’
For all the latest Sports News Click Here