‘কেয়া আপ করকে আয়া?’ কফি উইথ করণের বিতর্ক নিয়ে ইয়ার্কি, জম্পেশ জবাব হার্দিকের
পুরনো কালো অধ্যায় ফেলে অনেক দূর চলে এসেছেন। অনেক পরিণত হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে বিশ্বকাপের আগে সেই কালো অধ্যায় নিয়ে হার্দিকের সঙ্গে ইয়ার্কি মারার চেষ্টা করলেন এক কমেডিয়ান। তাতে হার্দিক এমন জম্পেশ জবাব দিলেন যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে একটি মজার ভিডিয়ো করেছেন কমেডিয়ান দানিশ শেঠ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কখনও বিরাট কোহলিকে ওই কমেডিয়ান প্রশ্ন করছেন যে ‘অস্ট্রেলিয়ায় যদি আমি অফস্টাম্পের বাইরে প্রশ্ন করি, তাহলে খেলবেন নাকি ছেড়ে দেবেন?’ কখনও বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে ‘নাগিন ডান্স’ নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে ওই কমেডিয়ানকে।
তারইমধ্যে হার্দিককেও প্রশ্ন করেন দানিশ। টেবিলের তলা থেকে বেরিয়ে একেবারে মজার ছলে ভারতীয় দলের তারকা অল-রাউন্ডারকে প্রশ্ন করেন, ‘হার্দিক আপনি কি করে এসেছেন (কেয়া আপ করকে আয়া)?’ পালটা হার্দিক বলেন, ‘হ্যাট, কফি (সম্ভবত কফি উইথ করণের কফির সঙ্গে তাল রেখেই কফির উল্লেখ) খেতে যাচ্ছি আমি।’
এমনিতে ‘কফি উইথ করণ’ শোয়ে যাওয়ার পর যে তাঁর জীবনে যে কালো অধ্যায় শুরু হয়েছিল, তা নিয়ে কখনও লুকোছাপা করেননি। হালকা মেজাজে একাধিকবার সেই বিষয়ে কথা বলেছেন। আর কখনও আবেগপ্রবণ সেই কালো অধ্যায় নিয়ে কথা বলেছেন হার্দিক। সেই ধাক্কা কাটিয়ে কীভাবে ভারতীয় দলে ফিরেছিলেন, কীভাবে মহেন্দ্র সিং ধোনি সাহায্য করেছিলেন, তা নিয়েও মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা অল-রাউন্ডার।
কী হয়েছিল সেই বিতর্কিত ‘কফি উইথ করণ’ শোয়ে?
ভারতীয় দলের সতীর্থ কেএল রাহুলের সঙ্গে ২০১৯ সালে বলিউড পরিচালক এবং প্রয়োজক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-র একটি পর্বে গিয়েছিলেন হার্দিক। যে শোয়ে যৌন সুড়সুড়ি দেওয়া প্রশ্ন করা থেকে কেচ্ছা নিয়ে টানাটানি করার অভিযোগ ওঠে হামেশাই। সেই শোয়ে হার্দিক এবং রাহুলের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। তার জেরে ক্ষমাও চেয়েছিলেন দুই তরুণ (সেইসময় তরুণ ছিলেন) তারকা। ক্ষমা চাইলেও শাস্তির হাত থেকে রক্ষা পাননি। জাতীয় দল থেকে সাময়িকভাবে তাঁদের ব্যান করে দিয়েছিল বিসিসিআই।
আরও পড়ুন: জহুরি চিনেছিলেন হিরে-অভিষেকের আগেই শাস্ত্রী জানতেন, হার্দিক বিদেশে টেস্ট জেতাবেন
আরও পড়ুন: হার্দিকের বিশ্বাস ছিল ম্যাচটাও জেতাতে পারবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল প্রসঙ্গে শ্রীধর
সেই ধাক্কা কাটিয়ে জাতীয় দলে ফেরেন এক নতুন হার্দিক। যিনি অনেক বেশি পরিণত হয়ে ওঠেন। পুরো বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলাতে থাকেন। কখনও বিতর্কিত অধ্যায়কে কালো কাপড়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেননি। বরং সেই ঘটনা যে তাঁর জীবনকে পালটে দিয়েছে, তা বারেবারে বুঝিয়ে দিয়েছেন। তাই তো কখনও দীনেশ কার্তিককে হালকা মেজাজে বলেছেন, ‘কফির মূল্য চোকাতে হয়েছিল।’ আবার কখনও বলেছেন, ‘আমি যদি একটি জাতীয় ঝড়ের মধ্যে থেকে বেঁচে ফিরতে পারি, ব্যান এবং পিঠের ভয়ঙ্কর চোট কাটিয়ে উঠতে পারি, (তাহলে যে কোনও বাধা অতিক্রম করতেে পারি)।’
For all the latest Sports News Click Here