কোহলির বদলে রোহিতকে অধিনায়ক করার মধ্যে কোনও ভুল নেই, দাবি প্রাক্তন ক্রিকেটারের
নতুন ওডিআই অধিনায়ক হিসাবে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে বেছে নেওয়ার মধ্যে কোনও ভুল খুঁজে পাননি ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। যদিও হঠাৎ করে কোহলিকে ওডিআই -এর নেতৃত্ব থেকে সরানো নিয়ে তীব্র সমালোচনা চলছে। বুধবার তারকা ওপেনার রোহিতকে ভারতের টি-টোয়েন্টি দলের পাশাপাশি ওডিআই অধিনায়ক হিসেবেও বেছে নেওয়া হয়।
বিরাট কোহলি অবশ্য স্বেচ্ছায় ওডিআই-এর নেতৃত্ব ছাড়তে রাজি হননি। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তিনি ওডিআই-এ নেতৃত্ব দিতে চেয়েছিলেন। তবে তাঁকে জোর করেই নেতৃত্ব থেকে সরানো হয়। আর এই ঘটনাটি কোহলি ভক্তরা ভালো ভাবে নেননি। বোর্ড কর্তাদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।
কীর্তি আজাদ অবশ্য কোহলি ভক্তদের বিরুদ্ধে গিয়ে বোর্ডের পাশেই দাঁড়িয়েছেন। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছেন। এবং অধিনায়ক হিসেবে রোহিতকে বেছে নেওয়ার সিদ্ধান্ত যে একেবারে সঠিক, সে কথাও কোনও রকম রাখঢাক না করে জানিয়ে দিয়েছেন কীর্তি আজাদ।
এএনআই-কে একটি সাক্ষাৎকার দেওয়া সময়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘পরিবর্তন তো স্বাভাবিক। আর রোহিত তো ভাল করছে এবং বিরাট নিজেই বলেছিলেন যে তিনি সীমিত ওভারে অধিনায়কত্ব থেকে দূরে থাকতে চান। তাই তার জায়গায় দলের দায়িত্ব নেওয়ার জন্য সঠিক ব্যক্তি হলেন রোহিত শর্মা। এতে আমি কোনও ভুল খুঁজে পাচ্ছি না’
কোহলির দুর্দান্ত ব্যাটিং রেকর্ডের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আজাদ ব্যাখ্যা করেছিলেন যে, বেশি সেঞ্চুরি থাকলে কাউকে নেতৃত্ব দেওয়া যায় না। দলের নেতৃত্ব দেওয়া এক বিষয়। এবং ক্রিকেটার হিসেবে ভালো পারফরম্যান্স করাটা আর এক বিষয়। দু’টোকে গুলিয়ে ফেলা যায় না। কীর্তি আজাদের দাবি, ‘কেউ বেশি সেঞ্চুরি পেয়েছে মানে এই নয় যে, অধিনায়ক হিসেবেও সে ভালো। একজন খেলোয়াড়ের গুরুত্ব, তিনি কেমন অধিনায়ক, তা দিয়ে পরিমাপ করা যায় না। রাহানে খুব ভালো খেলোয়াড়। তবে তার ফর্ম ভালো ছিল না এবং তার জন্য রাহানের থেকেও কিন্তু সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে।’
For all the latest Sports News Click Here