‘কেরিয়ার ভালোর দিকে এগোলেই তুমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ো!’ মৌসুমীকে বলেন মহেশ ভাট
‘যখনই নিজের ক্যারিয়ারে ভালো কিছু শুরু হবে, তখনই অন্তঃসত্ত্বা হবেন।’ ৭০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে নাকি এমনটাই বলেছিলেন পরিচালক মহেশ ভট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। নিজের কেরিয়ার, জীবন নিয়ে নানান কথা সামনে এনেছেন মৌসুমী। তাঁর সাফ কথা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে সম্পর্ক তৈরি করতে তিনি আগ্রহী ছিলেন না। তাঁর আগ্রহ ছিল শুধুমাত্র অভিনয়ে, শুধু কাজে মন দিতে চেয়েছিলেন।
লেহরেনকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী চট্টোপাধ্যায় জানান, তিনি ‘দেশপ্রেমী’, বরসাত ‘কি এক রাত’-এর মতো ছবিও ছেড়ে দিয়েছিলেন, কারণ কোনওদিনই আপস করতে রাজি হননি। তাঁর কথায়, অনেক বড় নায়িকা তাঁকে বলেছিলেন, তিনি সুন্দরী, ভালো অভিনেত্রী, অথচ নায়কদের গুড বুকে নেই, এমন হলে চলবে না। মৌসুমীর কথায়, ‘আমি এমন ভান করতাম যেন কিছুই বুঝি না।’
মৌসুমীর কথায়, ‘হেমন্তজি (শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়) তাঁকে একবার বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কার স্ত্রী, মেয়ে বা পুত্রবধূ এটা কোনও বিষয় নয়। উনিই পরামর্শ দিয়েছিলেন সকলের সঙ্গে হেসে কথা বলুন কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। তাঁর পরামর্শ ছিল, যদি কেউ বলেন, তিনি আমার দাদার মতো কিংবা কাকার মতো, তাহলে তাঁর সঙ্গে যাওয়া উচিত নয়।’
মৌসুমী চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, অমিতাভ বচ্চনের সঙ্গে সমীকরণ ভালো ছিল না বলেই কি তিনি ‘দেশপ্রেমী’ ছেড়েছিলেন? উত্তরে মৌসুমী জানান, একেবারেই সেটা নয়। কারণ, তিনি অমিতাভ বচ্চনকে লড়াই করতে দেখেছেন। তাঁর কথায়, ‘আমি সবসময়-ই চেয়েছিলাম প্রথম সারিতে আসতে কিন্তু আমি কেরিয়ারে কখনওই ১০০ শতাংশ দিতে পারিনি।’
বিস্ফোরক মৌসুমী বলেন, ‘মহেশ ভাট একবার আমাকে বলেছিলেন যে যখনই তোমার কেরিয়ার ভালো দিকে এগোয়, তখনই তুমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ো। তাঁর বক্তব্য ছিল, এগুলোই আমার ক্যারিয়ারে বাধা। আমি ওঁকে সংশোধন করে দিয়েং বলেছিলাম যে ওরা আমার জীবনে নতুন রঙ লাগিয়ে দেয়।’ মৌসুমী বলেন, তিনি কোনওদিনই ভাবেননি তাঁর একটা কেরিয়ার আছে, কারণ তাঁর কাছে সবকিছু আগে থেকেই ছিল। তাঁর কথায়, ‘আমি কখনই আমার ক্যারিয়ার এবং স্টারডমকে মূল্যায়ন করিনি।’
প্রসঙ্গত ৭০-এর দশকে বাংলা ও হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় মুখ ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
For all the latest entertainment News Click Here