কেরিয়ারের শীর্ষে অজয়কে গোপনে বিয়ে! দাম্পত্যের ২৪ বছর পেরিয়ে আফশোস নায়িকার?
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী কাজল। নব্বইয়ের দশকে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এই বঙ্গতনয়া। সৌন্দর্যের চিরাচরিত সংজ্ঞা বদলে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন তনুজা-কন্যা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৩১ বছর পার করে ফেলেছেন ‘বাজিগর’ নায়িকা। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল কলেজ পড়ুয়া কাজলের। নিছকই শখে ওই ছবিতে অভিনয় করেছিলেন কাজল। তবে ক্যামেরাকে ভালোবেসে ফেলেছিল ওই ছবিতে কাজ করতে করতে।
‘দিলওয়ালে দুলহানিয়া লেযাঙ্গে’ থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’, শাহরুখের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ইন্ডাস্ট্রিকে একাধিক আইকনিক ছবি উপহার দিয়েছেন পর্দার সিমরন। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই সহ-অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। অজয় দেবগনের বাড়ির ছাদে একদম চুপিসাড়ে সাত পাক ঘুরেছিলেন দুজনে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরেও অজয়কে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না কাজলের জন্য। কারণ তখন বলিউডের লিডিং হিরোইন তিনি। অভিনেত্রীর কথায়, অজয়কে বিয়ে করাটা তাঁর ‘জীবনের কঠিন সিদ্ধান্ত’।
ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী খোলাখুলি কথা বলেছেন নিজের কেরিয়ার এবং দাম্পত্য জীবন নিয়ে। ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ মুক্তি পাওয়ার মাস কয়েকের মধ্যেই অজয়কে বিয়ে করেছিলেন কাজল। বিয়ের পর ফের শোবিজ দুনিয়ায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অভিনেত্রী। এখন বলিউড অনেকটা এগিয়ে গেলেও সেইসময় বিবাহিতা অভিনেত্রীদের হিরোইন হিসাবে কাস্ট করার সাহস দেখাতেন না প্রযোজকরা। কাজল জানান, ‘কেরিয়ারের শীর্ষে আমি বিয়ে করে নিয়েছিলাম, এটা খুব কঠিন ছিল। কারণ ইন্ডাস্ট্রিতে অনেক দায়িত্ব থাকে। আসলে সিনেমায় আসাটাই একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কারণ, বাবা বলেছিলেন, ভেবে চিন্তে করো যা করার। একবার এই মেক-আপ যদি মুখের সঙ্গে মিশে যায়, আর ফেলতে পারবে না।
বাবা, সোমু মুখোপাধ্যায়ের কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। অভিনয়ের জগতে আসবার পর, কাজলের জীবন বদলে গিয়েছিল। খুব শীঘ্রই ওটিটি-তে নতুন অবতারে দেখা যাবে কাজলকে। নেটফ্লিক্সের ছবি ‘লাস্ট স্টোরিজ ২’ এবং আমাজন প্রাইমের ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন কাজল। ‘দ্য় ট্রায়াল’-এ আইনজীবীর চরিত্রে দেখা মিলবে কাজলের। যৌন সুবিধে নেওয়ার দায়ে গ্রেফতার স্বামী (যিশু সেনগুপ্ত), এরপরই সংসারের হাল ধরতে পুরোনো পেশায় ফিরবেন কাজল। মার্কিন টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইজ’-এর অফিসিয়্যাল রিমেক এটি। সুপর্ণ বর্মার এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে ৪ঠা জুলাই থেকে।
For all the latest entertainment News Click Here