কেরিয়ারের প্রথম ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০’র শিরোপা জিতলেন প্রিয়াংশু রাজাওয়াত
শুভব্রত মুখার্জি: রবিবারেই নিজের কেরিয়ারের প্রথম বিডব্লুএফ আয়োজিত ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০’র শিরোপা জিতলেন ভারতীয় শাটলার প্রিয়াংশু রাজাওয়াত। ফাইনালে ডেনমার্কের ম্যাগনাস জোনাসনের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন তিনি। তাঁকে হারিয়েই কেরিয়ারের প্রথম ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০’র শিরোপা জিতলেন তিনি। রবিবারেই অরলিয়ান্স মাস্টার্সের ফাইনালে খেলতে নেমেছিলেন তিনি। আর সেই ফাইনাল জিতেই করলেন স্বপ্নপূরণ।
আরও পড়ুন… এর আগে ২৩-এর বেশি হয়নি শেষ ওভারে, যশকে ফকির করে ইতিহাস রিঙ্কুর
বিশ্ব ক্রমতালিকায় ৪৯ নম্বরে থাকা জোনাসনের বিরুদ্ধে তুল্য মূল্য লড়াই লড়তে হল তাঁকে। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষেই শিরোপা জিতলেন তিনি। খেলার ফল প্রিয়াংশুর পক্ষে ২১-১৫, ১৯-২১, ২১-১৬। ৬৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা জিতলেন তিনি। ২১ বছর বয়সি ভারতীয় শাটলারের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে এটাই সবথেকে বড় জয়। এর আগে অবশ্য তিনি ঐতিহাসিক থমাস কাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ২০২২ সালে থমাস কাপ জিতেছিল ভারতীয় দল।
আরও পড়ুন… GT vs KKR IPL 2023: শেষ ওভারে পরপর ৫টা ছক্কা! GT-র বিজয়রথ থামাল KKR-র রিঙ্কু ঝড়
অরলিয়ান্স ওপেনের ফাইনালের এবারের দুই প্রতিযোগীই উঠে এসেছিলেন কোয়ালিফায়ার থেকে। এদিন দুই প্রতিযোগীই দুর্দান্ত খেলেন। ড্রপ শট,ভলি,স্ম্যাশে একে অপরকে করে তোলেন ব্যতিব্যস্ত। তবে প্রিয়াংশু এদিন অনেক বেশি ‘উইনার ‘ মারতে সক্ষম হন।আর ফাইনালে দুই প্রতিযোগীর মধ্যে পার্থক্য গড়ে দেয় এটাই। প্রথম গেম জিতে শুরুটা দুর্দান্তভাবে করেন প্রিয়াংশু। কিন্তু দ্বিতীয় গেমেই কামব্যাক করেন জোনাসন। তৃতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে শিরোপা জয় নিশ্চিত করেন প্রিয়াংশু।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here