কেরালা স্টোরি-র টিমের সঙ্গে দেখা করলেন আদিত্যনাথ, কী প্রতিশ্রুতি দিলেন সেখানে?
বর্তমান সময়ে সিনেমা আর রাজনীতি ওতোপ্রোতোভাবে জড়িয়ে গিয়েছে। কিছু সিনেমার গায়ে সেঁটে দেওয়া হচ্ছে ‘রাজনৈতিক প্রোপাগন্ডা’র তকমা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের মত, কোনও বিশেষ দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই ছবি সামনে এনেছে। এর আগে ২০২২ সালে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ঘিরে এরকমই জলঘোলা হয়েছিল। আর এবার নিশানায় ‘দ্য কেরালা স্টোরি’। বিতর্ক আরও বাড়ল যখন ছবির টিমের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ।
ইতিমধ্যেই পশ্চিম বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিনেমাটিকে। যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ এসেছে নানা মহল থেকে। সিনেমার পরিচালক-প্রযোজক থেকে শুরু করে, বলিউডের অন্দরেও আওয়াজ উঠেছে মমতার এই সিদ্ধান্তে। এমনকী তৃণমূল দলের অন্দরেই দলের বিধায়ক বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তীর কথাতেও যেন ক্ষোভের সুর স্পষ্ট। তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব এসেছে, ‘সব থেকে বেশি আমাদের ইন্ডাস্ট্রিকেই সব জায়গায় টার্গেট করা হয়। আমাদেরই সব জায়গায় নানা ধরনের বিষয়ে ব্যবহার করা হয়।’
এদিকে ছবির পরিচালনা করেছেন এক বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। আপাতত এই সিনেমা উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউতে ‘দ্য কেরালা স্টোরি’-এর নির্মাতা ও কাস্টদের সঙ্গে দেখা করেছেন।
যোগী আদিত্যনাথের সাথে দেখা করার পরে, বিপুল এএনআইকে বলেন, ‘উত্তরপ্রদেশ সরকার এবং যোগীজি এই পদক্ষেপ নিয়ে আমাদের মনোবল বাড়িয়েছে, আমাদের চিন্তাভাবনাকে অনেক শক্তিশালী করেছে। দর্শকরা এই ছবিটি প্রচুর পরিমাণে দেখছেন বলেও তিনি মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
পরিচালক সুদীপ্ত সেন যোগ করেছেন, ‘আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ছবিটিকে করমুক্ত ঘোষণা করার জন্য এবং উত্তরপ্রদেশের নাগরিকদের এই ছবিটি দেখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে এসেছি।’
জানা যাচ্ছে, ১২ মে লোক ভবনে আদিত্যনাথ তার মন্ত্রিসভার বাকি সদস্যদের সঙ্গে বসে ছবি দেখার জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা রেখেছেন।
ছবিটি বক্স অফিসেও ভালো ফল করছে। ৫ দিনে আয় করেছে ৫৬ কোটির কাছাকাছি। সিনেমার গল্প কেরালার হিন্দু মহিলাদের নিয়ে, যাঁদের জোরপূর্বক মুসলিম ধর্মে রূপান্তরিত করা হচ্ছে ও আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া)-এর হাতে তুলে দেওয়া হচ্ছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here