কেরালা ব্লাস্টার্সের ম্যাচ রিপ্লের দাবি উড়িয়ে দিল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি
শুভব্রত মুখার্জি: আইএসএলের প্লে-অফে কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। যে বিতর্কের রেশ যেন থামার কোনও লক্ষ্মণ নেই। কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা প্রস্তুতি সারার আগেই ফ্রি কিক থেকে তাদের বিরুদ্ধে গোল করেছিলেন বেঙ্গালুরুর সুনীল ছেত্রী। সেই ঘটনার প্রতিবাদে ম্যাচ চলাকালীন মাঠ থেকে দল তুলে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এর পরেই কেরালার দলের তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্লে অফ ম্যাচের রিপ্লের আবেদন করা হয়েছিল। সেই আবেদনকে কার্যত পাত্তা না দিয়ে খারিজ করে দেওয়া হয়েছে এআইএফএফের তরফে। ফলে চলতি বিতর্কে যেন ফের একবার ঘৃতাহুতি পড়ল।
আরও পড়ুন: শুধু জরিমানা হবে কেরালার?২০১২ ডার্বিতে বাগানের দল তোলার শাস্তিরই পুনরাবৃত্তি ঘটবে?
গত শুক্রবার কেরালা ব্লাস্টার্স দল তাদের ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৎক্ষণাৎ দল তুলে নেয়। স্বাভাবিক ভাবেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসিকে। রেফারি ক্রিস্টাল জোনস যে ভাবে সুনীল ছেত্রীকে হুট করে ফ্রি কিক মারতে দেন, তার বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। সেই অভিযোগ প্রসঙ্গে এআইএফএফের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘কেরালা ব্লাস্টার্সের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: আমি রেফারিকে জিজ্ঞেস করেই ফ্রি-কিক নিয়েছি- বিতর্কিত গোল নিয়ে সোজাসাপ্টা সুনীল
সোমবারে বিষয়টি নিয়ে এআইএফএফের শৃঙ্খলা রক্ষাকারী কমিটি মিটিংয়ে বসেছিল। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগ খেলবে বেঙ্গালুরু এফসি। মুম্বইয়ের ময়দানে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা মাঠে নামবে। ১২ মার্চ খেলা হবে দ্বিতীয় লেগ। এটি খেলা হবে বেঙ্গালুরুতে।
কেরালা বিরুদ্ধে ম্য়াচটি বেঙ্গালুরুতে নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। এর পর অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে সুনীল ছেত্রীর নেওয়া ওই ফ্রি-কিক থেকে এগিয়ে যায় বেঙ্গালুরু। তার পরেই মাঠ থেকে দল তুলে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। কেরালার ফুটবলারদের দাবি ছিল, রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রি-কিকটি নিয়েছেন সুনীল। ফলে এই ফ্রি-কিক থেকে হওয়া গোলটি অন্যায্য। কিন্তু রেফারি সেই দাবি মেনে গোল বাতিল না করার পরেই শুরু হয় অশান্তি। এর পর অ্যাড্রিয়ান লুনার নেতৃত্বাধীন কেরল ব্লাস্টার্স নিজেদের দল তুলে নেয়।
For all the latest Sports News Click Here