কেমন আছে রাহানের চোট, দ্বিতীয় ইনিংসে কি ব্যাট করতে পারবেন? আপডেট দিলেন অজিঙ্কা
লন্ডনের ওভালে অনুষ্ঠিত চলতি ডব্লিউটিসি ফাইনালের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে তাঁর ইনজুরির বিষয়ে একটি আপডেট দিয়েছেন। অজিঙ্কা রাহানে জানিয়েছেন যে তাঁর আঙুলে এই চোট বেদনাদায়ক, তবে এটি চতুর্থ ইনিংসে প্রভাব ফেলবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই শিরোপা লড়াইয়ে, রাহানে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলের লজ্জা বাঁচান।
অজিঙ্কা রাহানের ইনিংসের ভিত্তিতে ক্যাঙ্গারুদের ৪৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২৯৬ রান তুলতে সক্ষম হয়। রাহানের এই ইনিংস চলাকালীন প্যাট কামিন্সের একটি বল অজিঙ্কার আঙুলে আঘাত করে যার ফলে ব্যথা পান ভারতীয় ব্যাটার। সেই সময়ে রাহানের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল যে তিনি বেশ কষ্টে পাচ্ছেন। তবে এর পরেও তিনি ব্যাট চালিয়ে দলকে ফলোঅনের হাত থেকে রক্ষা করেন।
আরও পড়ুন… আলিক আথানাজের নজির গড়ার দিনে আমিরশাহিকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর অজিঙ্কা রাহানেকে যখন তার চোট নিয়ে প্রশ্ন করা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে এই চোট চতুর্থ ইনিংসে তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলবে কি না? তার উত্তরে অজিঙ্কা রাহানে বলেছেন, ‘ইনজুরিটা বেশ বেদনা দায়ক ছিল। কিন্তু এটা আমার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না। আমি যেভাবে ব্যাটিং করেছি তাতে আমি খুশি। আজকের দিনটা ভালো ছিল। আমরা ৩২০-৩৩০ করতে চেয়েছিলাম কিন্তু সামগ্রিকভাবে আমাদের একটি ভালো দিন ছিল। বোলিংয়ের ক্ষেত্রে আমরা ভালো বল করেছি। সকলেই তাদের সেরাটা দিয়েছেন।’
ক্যামেরন গ্রিনের বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ দিয়ে শেষ হয় অজিঙ্কা রাহানের ইনিংস। ৬২তম ওভারে, প্যাট কামিন্সের শেষ বলে রাহানে থার্ডম্যানের দিকে শট খেলতে চেয়েছিলেন, কিন্তু স্লিপে মোতায়েন গ্রিন, এক হাতে ক্যাচ ধরে রাহানে সহ সকলকেই অবাক করে দিয়েছিলেন।
আরও পড়ুন… Jio-র সঙ্গে টেক্কা দিতে এবার মোবাইলে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিনামূল্যে দেখাবে Hotstar
ক্যামরন গ্রিনের এই ক্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন সহ-অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই খুব ভালো ক্যাচ ছিল। আমরা সকলেই জানি ক্যামরন গ্রিন সত্যিই একজন ভালো ফিল্ডার। বল ধরতে তার লম্বা হাত আছে। খেলায় একটু এগিয়ে অস্ট্রেলিয়া। আমাদের বর্তমানের মধ্যে থাকতে হবে এবং সেশন দিয়ে সেশন খেলতে হবে, সামনের চিন্তা না করে। আগামীকাল প্রথম এক ঘণ্টা গুরুত্বপূর্ণ হবে। আমরা জানি মজার জিনিস ঘটতে পারে। জাদেজা সত্যিই ভালো বোলিং করেছেন, ফুটমার্ক তাঁকে বাঁহাতিদের বিরুদ্ধে সাহায্য করেছে। আমি এখনও অনুভব করি যে উইকেট ফাস্ট বোলারদের সাহায্য করবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here