‘কেবল দেখলাম ২জন নগ্ন ভারতীয় মহিলার উপর অত্যাচার চলছে’, মণিপুর কাণ্ডে রেনুকা
মণিপুরে দুই আদিবাসী মহিলাকে ধর্ষণ, নগ্ন অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। বইছে নিন্দার ঝড়। এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী রেনুকা সাহানে। তবে তাঁর এই পোস্টকে কটাক্ষ করে এক ব্যক্তি তাঁকে নিয়ে পোস্ট করেন। কিন্তু মোটেই সেটা মুখ বুজে তিনি সহ্য করেননি। বরং পাল্টা জবাব দিয়েছেন।
এদিন এক ব্যক্তি রেনুকা সাহানেকে মেনশন করে টুইটারে লেখেন, ‘মেটেই মহিলাদের উপর যখন অত্যাচার করা হল, ধর্ষণ করা হল কই তখন তো আপনি কেঁপে উঠলেন না। ওঁদের বাড়ি পোড়ানো হল যখন, কাশ্মীরে মহিলাদের উপর যখন ক্রমাগত আক্রমণ, বর্বরতা চলতে থাকল তখন তো মুখে কুলুপ এঁটে বসেছিলেন। এখন কেঁপে উঠছেন? আমি মণিপুরের ঘটনাকে সমর্থন করছি না, কিন্তু এমন বেছে বেছে প্রতিবাদ করবেন না দয়া করে। বামকে সমর্থন করবেন না।’
এভাবে কটাক্ষ করার পর মোটেই নিরুত্তর হয়ে বসে থাকতে পারলেন না অভিনেত্রী। তিনি তার প্রতিবাদ করে টুইটারে, ‘আমাদের দেশের যে প্রান্তেই এই ঘটনা ঘটুক, যে ভারতীয় নাগরিকের সঙ্গে এমনটা হোক না কেন সেটা লজ্জার, সমষ্টিগত ভাবে আমাদের কাছে লজ্জার। আমি যখন ভিডিয়োটা দেখেছি আমি কেবল একদল ভারতীয় পুরুষকে দেখেছি যাঁরা দুটি অসহায় মহিলাকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, প্রকাশ্যে তাঁদের গোপনাঙ্গে হাত দিচ্ছে। তাঁদের এই বর্বর আচরণ আবার ভিডিয়ো করে রাখছে। আমি শুধু এটুকুই দেখেছি। দয়া করে আপনি এখন এই ডান, বাম, সেন্টার, ভাষা, জাতি, ধর্ম, রাজ্য এসবের বাইরে উঠে অন্যায়টা দেখুন।’
কিন্তু কেন অভিনেত্রীকে এভাবে আক্রমণ শানাল হল এর আগে সেটা ভাবছেন কারণ গত ১৯ জুলাই তিনি মণিপুরের ঘটনাটি নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘মণিপুরে এই স্বেচ্ছাচারিতা আটকানোর মতো কেউ নেই? এই দুই মহিলার ভিডিয়ো দেখে যদি এখনও আপনার অন্তরাত্মা না কাঁপে তাহলে আপনার নিজেকে মানুষ বলার কোনও অধিকার নেই।’
প্রসঙ্গত মণিপুরের এই ঘটনা নিয়ে একাধিক বলিউড সেলেব সরব হয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিবেক অগ্নিহোত্রী, অক্ষয় কুমার, কিয়ারা আডবানি, রীতেশ দেশমুখ, প্রমুখ অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বর্বর আচরণের বিরুদ্ধে। গোটা দেশ ফুঁসছে এই ঘটনাটি নিয়ে।
For all the latest entertainment News Click Here