‘কেন মাথায় সিঁদুর ঐন্দ্রিলার?’, নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে বিপাকে অঙ্কুশ হাজরা
ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতে না ছুঁতেই সকলকে ‘হ্যাপি নিউ ইয়ার’ জানিয়েছেন অঙ্কুশ হাজরা। একেবারে তাঁর নিজস্ব ধামেদার, মজাদার স্টাইলে একটা ভিডিয়ো পোস্ট করেন নতুন বছরের শুভেচ্ছা জানাতে। তবে সেই ভিডিয়ো থেকে একটা জিনিসে গিয়েই সব ভক্তদের চোখ আটকেছে। তা হল ঐন্দ্রিলার মাথায় থাকা সিঁদুর। নতুন বছরের আপাতত বড় প্রশ্ন এটাই, ‘কেস সিঁদুর অভিনেত্রীর মাথায়’? অঙ্কুশের নিউ ইয়ার পোস্টের কমেন্ট সেকশনে সবার মুখে এই একই কথা।
এই ভিডিয়োতে দুজনেই পরে আছেন কালো পোশাক। অঙ্কুশ জিন্স-টি শার্ট আর জ্যাকেট। ঐন্দ্রিলা সোয়েট ড্রেসের সঙ্গে কালো স্টকিংস। বছরশেষ আর নতুন বছরের শুরুটা বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করতে দেখা গেল তাঁদের।
একজন কমেন্টে লিখেছেন, ‘নতুন বছরের আনন্দে দিদিকে বিয়ে করে নিলে নাকি।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘ঐন্দ্রিলার মাথায় সিঁদুর কেন? কবে হল বিয়েটা! নাকি শ্যুটিং ছিল?’
অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম বছর দশেকের। এখন তো প্রায়ই দুজনকে প্রশ্ন করা হয়, ‘বিয়েটা কবে করছ?’ সবসময় একে-অপরকে সঙ্গে নিয়ে চলেছেন দুজন। ভালোবাসা-রোম্যান্স-খুনশুটি মাখানো এই সম্পর্ক বেশ পছন্দ করে তাঁদের ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একে-অপরের লেগপুল করা শুরু করে দেন। ঠিক যেন ‘টম-জেরি’। তবে যত্ন নেন খুব সেটা প্রমাণ করেছিল ঐন্দ্রিলার বাবার জন্মবার্ষীকিতে অঙ্কুশের কাছ থেকে আসা একটা পোস্ট। খুব ছোট বয়সেই বাবা শান্তনু সেনেকে হারিয়েছেন অভিনেত্রী। অঙ্কুশ পোস্ট করেছিলেন, ‘তোমার মেয়েকে আমি রানি করে রাখব। আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম। অনেক অনেক ভালোবাসা আদর নিও।’
কাজের সূত্রে, ‘শিকারপুর’ দিয়ে ওয়েব ডেবিউ করতে চলেছেন অঙ্কুশ। বিপরীতে রয়েছেন সন্দীপ্তা সেন। আর ঐন্দ্রিলার ওয়েব ডেবিউ হচ্ছে ‘শ্বেতকালী’ দিয়ে। জি ৫ -এর নতুন ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যদের সঙ্গে।
For all the latest entertainment News Click Here