কেন বিয়ের মঞ্চে একে অপরকে নমস্কার সিড-কিয়ারার, জানা গেল কারণ
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির বিয়ের ছবির পর তাঁদের বিয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে নাচ করতে করতে রাজকীয় ভাবে বিয়ের মঞ্চে হাজির হন অভিনেত্রী যেখানে সিদ্ধার্থ তাঁর জন্য অপেক্ষা করছিলেন। সেই মঞ্চে দাঁড়িয়েই তাঁরা মালাবদল করেন। তাঁদের বিয়ের এই ভিডিয়ো সকলের দারুণ পছন্দ হয়েছে। প্রকাশ্যে আসতেই এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। একই সঙ্গে এই তারকা জুটি তাঁদের বিয়ের যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেগুলো দর্শকদের দারুণ নজর কেড়েছে।
কিয়ারার দুর্দান্ত সাজ, গোলাপি লেহেঙ্গা সকলের মন জয় করে নিয়েছে। বিশেষ করে মিষ্টি এক্সপ্রেশন দিয়ে তাঁর সেই বিশেষ নাচটি। গোটা ভিডিয়ো ছবি দেখে মনে হচ্ছে যেন একটি রূপকথার বিয়ে। কিন্তু এই ছবি ভিডিয়োর মধ্যে একটি ছবি সবার বিশেষ ভাবে নজর কেড়েছে।
ছবি এবং ভিডিয়ো দু’জায়গাতেই দেখা গিয়েছে যে সিড এবং কিয়ারা একে অন্যকে ঝুঁকে প্রণাম করছেন। কিন্তু কেন? এর নেপথ্যে কী বিশেষ কোনও কারণ আছে? অনেকেই সেটা জানতে চেয়েছেন। বিষয়টা অনেকেরই নজর কেড়েছে। দেখে নিন এর নেপথ্যে কোন কারণ আছে।
সিড-কিয়ারার বিয়ের ভিডিয়ো বানিয়েছেন বিশাল পাঞ্জাবি। তিনি একটি পোর্টালকে জানান তাঁরা এই বিয়ে করে কতটা খুশি, কতটা গর্বিত সেটা তাঁরা তাঁদের বিয়ের ভিডিয়োতে তুলে ধরতে চেয়েছিলেন। এই নমস্কার করে তাঁরা একে অন্যকে সম্মান জানান, এবং প্রতিশ্রুতি দেন যে তাঁরা একে অন্যের পাশে থাকবেন। ভালোবাসবেন।
বিশাল জানান এই তারকা জুটি তাঁর উপর ভীষণ ভরসা করেছিলেন যে তিনি পারবেন গোটা বিষয়টাকে ম্যাজিকাল ভাবে তুলে ধরতে। এই ভিডিয়োয় একটি দারুণ ইন্টারেস্টিং পার্ট যোগ করা হয়েছে বলেও তিনি জানান।
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির বিয়ের এই ভিডিয়োতে তাঁদের ছবি শেরশাহর রাঞ্ঝা গানটি নেপথ্যে যোগ করা হয়েছিল। এই ছবিতেই প্রথমবার সিড কিয়ারাকে একত্রে দেখা যায়। তাঁদের অনলাইন রসায়ন সকলের নজর কাড়ে। সেটাই বাস্তবে প্রতিফলিত হয়।
For all the latest entertainment News Click Here