কেন বল করলেন না রাসেল? ম্যাচ হেরে বৃষ্টির দিকেই আঙুল তুললেন KKR ক্যাপ্টেন
১৬তম আইপিএল শনিবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আর প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কলকাতা নাইট রাইডার্স ৭ রানে হেরে গেল। এবারের মরশুমে দুই দলই তাদের নতুন অধিনায়কের নেতৃত্বে অভিযান শুরু করেছিল। শ্রেয়স আইয়ারের বদলে কলকাতার নেতৃত্ব সামলেছিলেন নীতিশ রানা। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হতে হল তাঁকে।
অনেকেই নীতিশ রানার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ এদিন নীতিশ মাত্র পাঁচ জন বোলারকে ব্যবহার করেছিলেন। তিনি দলের ছয় নম্বর বোলার কাউকে ব্যবহারই করতে পারলেন না। ইম্প্যাক্ট প্লেয়ার কি তিনি সঠিক ভাবে ব্যবহার করতে পেরেছেন। এই সব প্রশ্নের মাঝেই অনেকে জিজ্ঞাসা করতে শুরু করেন, যখন টিম সাউদি প্রতিপক্ষ ব্যাটারদের কাছে মার খাচ্ছেন তখন কেন আন্দ্রে রাসেল বল করলেন না? তাহলে কি রাসেলের চোট রয়েছে। ম্যাচের পরে সবকিছু থেকেই পর্দা তুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন নীতিশ রানা।
আরও পড়ুন… বহুদিন বাদে ক্যাপ্টেন্সি করেই জয়, সাফল্যের রসায়ণ বললেন ধাওয়ান
শ্রেয়স আইয়ারের জায়গায় নীতিশ রানার কাঁধেই ছিল কেকেআর-এর নেতৃত্বের দায়িত্ব। তবে প্রথম ম্যাচেই হারতে হল তাঁর দলকে। ম্যাচ হেরে নীতিশ রানা বললেন, ‘বল দিয়ে অনুকুলকে ব্যবহার করার কথা ভাবছিলাম কিন্তু এর জন্য সঠিক পরিস্থিতি খুঁজে পাইনি। রাসেলকে ডেথ ওভারে বল করতে দিতে চেয়েছিলাম কিন্তু কোনও ইনজুরির কারণে সেটা হয়ে ওঠেনি। আমি শুধু আমার পাঁচজন প্রধান বোলারের সঙ্গেই কাজ চালিয়েছি। তারা ভালো ব্যাটিং করেছে। তারা আমাদের থেকেও ভালো করে উইকেটটা কাজে লাগিয়েছে।’
এ দিনের ম্যাচে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে। তারা ৫ উইকেট হারিয়ে করে ১৯১ রান। ভানুকা রাজাপক্ষ ৫০ এবং শিখর ধাওয়ান ৪০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সমর্থ হয়। তারপরেই বৃষ্টি নামে। এই বৃষ্টির কারণেই আর ম্যাচ খেলা সম্ভব হয়নি। ফলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে জয় পায় পঞ্জাব কিংস। এই হারের পরে বৃষ্টির দিকে আঙুল তুলেছেন নাইট অধিনায়ক। নীতিশ রানা বলেছেন, ‘বৃষ্টি না এলে হয়তো অনেক কিছুই হতে পারত বা ম্যাচে যে কোনও কিছুই ঘটতে পারত।’ তিনি আরও বলেন ‘বেঙ্কটেশ দুর্ভাগ্যবশত আউট হয়ে যান। আমরা ডিএলএস-এ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সেই কারণেই চালিয়ে খেলছিলাম।’
আরও পড়ুন… আমি দলের ১৩ নম্বর প্লেয়ার- মাঠে না থেকেও এ ভাবেই DC-কে সমর্থন করলেন ঋষভ পন্ত
থেমে না থেকে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান নীতিশ রানা। তাঁর মতে এটা তো সবে মরশুমের প্রথম ম্যাচ। এখনই দলকে বিচার করা উচিত নয়। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বলেন, ‘সামগ্রিকভাবে এটি একটি ভালো খেলা ছিল। এটি থেকে প্রচুর শিখতে পেরেছি। এটি সবে মাত্র মরশুমের প্রথম খেলা মাত্র।’ এরপরে ৬ এপ্রিল ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখার পঞ্জাব ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নাইটরা কতটা ঘুরে দাঁড়ায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here