কেন পুরস্কার পেলেন? মঞ্চে উঠেও জানলেন না পঙ্কজ
অনুরাগ বসুর ‘লুডো’তে পার্শ্বচরিত্রে অভিনয় করে জিতে নিয়েছেন পুরস্কার। আবু ধাবির মঞ্চে অগুনতি দর্শকের সামনে সেই পুরস্কার তাঁর হাতেও তুলে দেওয়া হয়েছে। কিন্তু সাত কাণ্ড রামায়ণের পরেও পঙ্কজ ত্রিপাঠির কাছে যেন সবটাই ধোঁয়াশা। কোন ছবির জন্য এই অভ্যর্থনা, তা-ই জানলেন না পর্দার ডাকাবুকো ডন।
চলতি মাসেই আবু ধাবিতে বসেছিল আইফা (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) অ্যাওয়ার্ডসের আসর। সেখানে ‘লুডো’র জন্য পুরস্কৃত হন পঙ্কজ। তাঁর হাতে সে পুরস্কার তুলে দেন অভিনেত্রী কৃতী স্যানন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, দর্শকের উন্মাদনা দেখে তিনি এতটাই আবেগঘন হয়ে পড়েন যে কোন ছবির জন্য এই জয়, তা-ও আর বুঝে উঠতে পারেননি।
পঙ্কজ বলেন, ‘কৃতী ‘লুডো’র জন্য আমার জয়ের কথা ঘোষণা করেছিল। কিন্তু বুঝতেই পারিনি আমি কীসের জন্য পুরস্কার পাচ্ছি। চার দিকে এত আওয়াজ হচ্ছিল যে আমি কিছু শুনতেই পাইনি।’
সেই সন্ধ্যার কথা এখনো ভুলতে পারেন না পঙ্কজ। তাঁকে নিয়ে মানুষের উচ্ছ্বাস, আবেগের সেই ছবি এখনও স্পষ্ট অভিনেতার মনে। তিনি বললেন, ‘সে এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি হাত জোড় করে দাঁড়িয়েছিলাম। মানুষ যেন থামতে চাইছিলেন না। আমি বলেছিলাম, আমার কোনও বক্তব্য নেই। কারণ মানুষের হাততালিই আমার হয়ে সব কথা বলে দিয়েছে।’
কোন ছবির জন্য এই পুরস্কার, অনুষ্ঠান শেষের পর তা সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পারেন পঙ্কজ। তিনি বলেন, ‘অনুষ্ঠানে আমি আমার প্রযোজক টি সিরিজ বা পরিচালক অনুরাগ দাদাকেও ধন্যবাদ জানাতে পারিনি। আমি স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। মঞ্চে ওর আর আমাদের মেয়ের নাম না নেওয়ায় রাগ করেছে কি না, জানতে চেয়েছিলাম। কিন্তু সেই আবেগঘন মুহূর্তে এ সব ভুলে গিয়েছিলাম। শুধু দর্শককে ধন্যবাদ জানিয়েছিলাম তাঁদের ভালোবাসার জন্য।’
For all the latest entertainment News Click Here