কেন পাকিস্তানে কোহলির মতো ক্রিকেটার তৈরি হয় না, ফাঁস করলেন আহমেদ শাহজাদ
মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের জাতীয় দলে অভিষেক ঘটান আহমেদ শাহজাদ। তাঁর প্রতিভা নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে উচ্ছ্বাসের কমতি ছিল না। তবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি শাহজাদ। বহুদিন হয়েছে তিনি পাকিস্তান দলের ধারেকাছেও নেই। তবে এই শাহজাদকেই একদা বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হত।
শাহজাদের দাবি তাঁর কেরিয়ার নাকি দলের প্রাক্তন কোচ ওয়াকার ইউনিসের এক চিঠির জেরেই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই চিঠিতে ওয়াকার তাঁকে এবং উমর আকমলকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। Cricket Pakistan-কে এক সাক্ষাৎকারে শাহজাদ জানান, ‘আমি নিজে চিঠিটা দেখিনি, তবে পিসিবি একজন আধিকারিক জানান আমার বিষয়ে ওই চিঠিতে এমনটা বলা হয়েছে। আমার মতে এইসব বিষয়গুলি সোজাসুজি বসে আলোচনা করতে হয়। তারপর তো ঠিকভুল বিচার হবে। ওই কথাগুলিই আমার কেরিয়ারের ক্ষতি করে, বিশেষত যেহেতু আমি আমার দিকটা উপস্থাপন করার সুযোগই পাইনি।’
আরও পড়ুন:- ‘প্রতিভা নষ্ট করেছে’, পাক তারকাকে নিয়ে আফসোসটা রয়েই গিয়েছে ওয়াসিম আক্রমের
আরও পড়ুন:- ও আমার কেরিয়ারটা শেষ করে দিয়েছে, এক-দু কথায় ফের লেগে গেল উমর আকমল-মিকি আর্থারের
শাহজাদের আরও দাবি যে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা নাকি জুনিয়রদের সাফল্য সহ্য করতে পারেন না। মহেন্দ্র সিং ধোনির যেমনভাবে বিরাট কোহলিকে গাইড করেছে, সেইমতো কোনও মেন্টর তাঁকে গাইডই করেনি। ‘আমি আগেও বলেছি এবং আবারও বলছি, কোহলির কেরিয়ারটা এত উপরের দিকে গিয়েছে তাঁর কারণ হল এমএস ধোনির সাপোর্ট। এখানে পাকিস্তানে তো আমাদের সিনিয়র তথা প্রাক্তন ক্রিকেটাররা অপরের সাফল্য সহ্যই করতে পারে না। এটা পাকিস্তান ক্রিকেটের দুর্ভাগ্য।’ দাবি শাহজাদের।
For all the latest Sports News Click Here