কেন ধোনির নামে একটি আসন সংরক্ষিত হচ্ছে ওয়াংখেড়েতে?
বারো বছর আগে ২০১১ সালে ২ এপ্রিল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন ধোনি। উইনিং স্ট্রোকও এসেছিল তাঁর ব্যাট থেকেই। নুয়ান কুলশেখরার বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ধোনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে লং-অনে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন মাহি। আর ধোনিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট সংস্থা। স্টেডিয়ামের ঠিক যে জায়গায় ধোনির ছক্কা এসে পড়েছিল, সেই আসনকে ধোনির নামে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা।
সভাপতি অমল কালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘ধোনির নামে ওয়াংখেড়েতে একটি আসন সংরক্ষণ করা হবে। কুলশেখরাকে মারা ছয়টা ঠিক যেখানে এসে পড়েছিল, সেই আসনটি ধোনির নামে সংরক্ষণ করা হবে। আমরা ধোনিকে অনুরোধ করব, উদ্বোধনের দিন তাঁকে হাজির থাকার জন্য।’ ধোনির হাতে বিশেষ স্মারকও তুলে দেওয়া হবে বলে জানান এমসিএ সভাপতি।
আরও পড়ুন: দিল্লি বেশিই বাড়াবাড়ি করছে- পন্তের জার্সি ঝুলিয়ে রাখতে DC-কে বারণ করল BCCI
ক্রিকেটারদের নামে স্টেডিয়ামের স্ট্যান্ড, প্যাভিলিয়ন তো আকছারই দেখা যায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিমধ্যেই সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকার, বিজয় মার্চেন্ট স্ট্যান্ড রয়েছে। গেট রয়েছে পলি উমড়িগড়, বিনু মানকড়ের নামে। এ বার ধোনির নামে আসন সংরক্ষণ হতে চলেছে। তবে কোনও ক্রিকেটারের ছয়ের স্মারক হিসেবে আসন রক্ষণের মতো ঘটনা ভারতীয় ক্রিকেটে এই প্রথম বার ঘটছে। সে দিক থেকে ধোনি ইতিহাস গড়তে চলেছেন।
আগামী ৮ এপ্রিল আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওই ম্যাচের দিনই হয়তো স্মারকটির উদ্বোধন করা হবে। তবে পরিকল্পনা তখনই বাস্তবায়িত হবে যদি মহেন্দ্র সিং ধোনির সায় থাকে। প্রসঙ্গত, ২০২০ সালে এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কা নায়েক এই প্রস্তাব দিয়েছিলেন। তবে, তখন সেটি কাউন্সিলে পাস করা হয়নি। পরে অবশ্য সেটি বাস্তবে পরিণত হতে চলেছে।
আরও পড়ুন: ধোনির পরপর জোড়া ছক্কা দেখে প্রায় কেঁদে ফেলার দশা হয় গম্ভীরের, ভাইরাল গোতির মিম
এর আগে ১৯৯৩ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ভিক্টোরিয়ার হয়ে সাইমন ও’ডোনেলের ১২২ মিটার ছক্কার স্মারক হিসেবে গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের একটি আসনকে হলুদ রং করা হয়েছে। ২০১৮ সালে আবার মেলবোর্নের ইতিহাদ স্টেডিয়াম বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডসের ব্র্যাড হজকে সম্মান জানাতে একটি তৃতীয়-স্তরের আসন লাল রং করা হয়েছিল। তিনি অবসর নেওয়ার আগে তাঁর শেষ ম্যাচে ৯৬ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন।
অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ক্রিকেট প্রাক্তন অলরাউন্ডার গ্র্যান্ড এলিয়টকে সম্মান জানাতে তাঁর নামে একটি আসনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপে এলিয়ট দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে একটি ছক্কা মেরেছিলেন, যেটা কিউয়িদের ফাইনালে উঠতে সাহায্য করেছিল।
For all the latest Sports News Click Here