কেন অভিজ্ঞ শামিকে ছেড়ে আর্শকে দিলেন শেষ ওভারের গুরুদায়িত্ব, বুঝিয়ে বললেন রোহিত
টানটান উত্তেজনা ছিল দ্বিতীয় ইনিংসে। বিশেষ করে বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার পর যখন শুরু হয়, তার পর টেনশনের পারদ চরমে পৌঁছায়। শেষ বল পর্যন্ত উৎকন্ঠা ছিল আকাশছোঁয়া। অবশেষে ৫ রানে ম্যাচ জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারত।
তবে শেষ ওভারের উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল সকলের। এমনিতেই বৃষ্টিতে ৪ ওভার কমিয়ে ১৬ ওভারে নামিয়ে আনা হয়েছিল। নতুন টার্গেট হয়ে যায় ১৫১ রান। যাইহোক বাংলাদেশকে জিততে হলে শেষ ওভারে করতে হত ২০ রান। অভিজ্ঞ মহম্মদ শামির ওভার বাকি থাকা সত্ত্বে রোহিত বল তুলে দেন তরুণ আর্শদীপ সিং-এর হাতে। সকলে এতে একটু অবাকই হয়েছিলেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় WC শুনেই জানতাম ভালো ক্রিকেটিং শট খেলতে হবে- অনেককে জবাব কোহলির
অতীতে আর্শদীপ ১৯তম ওভার করতে গিয়ে ভারতকে ডুবিয়েছেন, এমন নজিরও রয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। আর আর্শদীপকে শেষ ওভারে বল করানো প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘দলে আসার পর থেকে ওকে দিয়ে ডেথ ওভার করাব বলে সিদ্ধান্ত নিয়েছি। বুমরা না থাকায় কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হত। আমরা আরশদীপকেই বেছেছি। ওর মতো তরুণ এক জন বোলারের পক্ষে এ ধরনের চাপের পরিস্থিতি সামলানো সহজ ব্যাপার নয়। তবে সব রকম পরিস্থিতির কথা ভেবে ওকে তৈরি করা হয়েছে। গত ৮-৯ মাস ধরেই সেটা করছে।’
তবে শেষের দিকে যে রোহিত বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন, সেটা মেনে নিয়ে তিনি বলেছেন, ‘আমি শান্ত ছিলাম। একই সঙ্গে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। আসলে ছোট ফরম্যাটে খেলা যে কোনও সময় বদলে যেতে পারে। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার পর আমরা নিজেদের আবেগ ধরে রাখতে পেরেছিলাম। সে কারণেই জিততে পেরেছি।’
আরও পড়ুন: মাঠের বাইরে ব্রাশ হাতে কেন ঘুরছিলেন থ্রো-ডাউন এক্সপার্ট রঘু?কারণ জানলে অবাক হবেন
এ দিন ব্যাট হাতে দলকে ফের টেনে নিয়ে যান বিরাট কোহলি। এ দিন ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। ৪ ইনিংসে মোট ২২০ রান করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর ম্যাচের পর কোহলির প্রশংসায় পঞ্চমুখ রোহিত। বিরাটের ছন্দ নিয়ে রোহিতকে প্রশ্ন করাতেই হেসে ফেলেন ভারত অধিনায়ক। বলেন, ‘আমার চোখে কোহলি কোনও দিনই ছন্দ হারায়নি। স্রেফ কয়েকটা ইনিংসের ব্যাপার। এশিয়া কাপে ভালো খেলার পরে ও ছন্দ পেয়ে গিয়েছে। বড় ম্যাচ, বড় প্রতিযোগিতায় খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে ওর। ওকে নিয়ে কোনও সন্দেহই ছিল না। রাহুলকে নিয়েও বেশ খুশি। ওর এবং দলের কাছে রানে ফেরা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ও আমাদের দলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি।’
For all the latest Sports News Click Here