কেন অভিজ্ঞ ইশান্ত শর্মা-নীতিশ রানা থাকা সত্ত্বেও তরুণ যশ ধুলকে নেতা করল দিল্লি?
ক্যাপ্টেন যশ ধুল, যিনি ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন, তিনি এবার বিশাল দায়িত্ব পেলেন। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে রঞ্জি ট্রফির আসন্ন মরশুমের জন্য দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। দলে ইশান্ত শর্মা এবং নীতীশ রানার মতো ক্রিকেটারও ছিলেন, কিন্তু তা সত্ত্বেও যশ ধুলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ক্রিকেট সংস্থা।
গত বছর, যশ ধুলের অসাধারণ পারফরম্যান্স ছিল এবং তাঁর নেতৃত্বের দক্ষতা গোটা ক্রিকেট বিশ্ব দেখেছে। এই কারণে, ২০ বছর বয়সী এই তরুণের হাতে রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন যশ ধুল। ৭৪.৫৪ গড়ে ৮২০ রান করেছেন তিনি।
আরও পড়ুন… Aus vs WI: পিঙ্ক বল টেস্টে ইতিহাস স্মিথদের, নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারল উইন্ডিজ
ক্রিকইনফো রিপোর্ট অনুসারে, ডিডিসিএ একজন তরুণ খেলোয়াড়ে বিনিয়োগ করতে এবং সেই ক্রান্তিকাল অতিক্রম করতে চেয়েছিল এবং সেই কারণেই যশ ধুলকে অধিনায়ক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিডিসিএ নির্বাচন কমিটির ঘনিষ্ঠ এক সূত্র পিটিআইকে বলেছেন, ‘কোথাও আমাদের লাইন টানতে হয়েছিল। আমাদের একটি পরিবর্তন করা দরকার ছিল। গত বছরের অধিনায়ক প্রদীপ সাংওয়ানকে বাদ দিতে হয়েছিল। কারণ তিনি পারফরম্যান্স করতে পারছিলেন না।’
আরও পড়ুন… ইশানের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন ধােনি, স্মৃতিচারণায় ইশানের ছোটবেলার কোচ
DDCA নির্বাচন কমিটির ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, ‘কোথাও আমাদের লাইন টানতে হয়েছে।’ দলটি ১৩ থেকে ১৭ ডিসেম্বর পুনেতে মহারাষ্ট্রের বিরুদ্ধে এবং ১৭ থেকে ২০ ডিসেম্বর আসামের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচের জন্য নির্বাচিত হয়েছে। সূত্রটি জানিয়েছে, ‘ইশান্তকেও কয়েকটি ম্যাচ দেওয়া হয়েছে। আশা করি তিনি আরও দায়িত্ব পালন করবেন।’ ধুল ২০ বছর ২৯ দিনে দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কিন্তু তার অবশ্যই হৃতিক শোকিন, আয়ুশ বাদোনির চেয়ে বেশি লাল বলের অভিজ্ঞতা রয়েছে। তাদের সকলেরই গত বছর আইপিএলে অভিষেক হয়েছিল।
আমরা আপনাকে বলি যে যশ ধুল যখন রঞ্জি অভিষেক করেছিলেন, তখন তিনি নিজেই সেঞ্চুরি করেছিলেন। দিল্লির হয়ে খেলে তামিলনাড়ুর বিরুদ্ধে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। ইনিংস ওপেন করতে এসে ১৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন যশ ধুল। এ সময় তিনি মেরে ছিলেন ১৬টি চার। যশ ধুলের নেতৃত্বে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। টুর্নামেন্টে অনেক অসাধারণ ইনিংসও খেলেছেন তিনি। এখন তিনি বড় দায়িত্ব পেয়েছেন।
দিল্লি স্কোয়াড: যশ ধুল (অধিনায়ক), হিম্মত সিং (সহ-অধিনায়ক), ধ্রুব শোরে, অনুজ রাওয়াত (উইকেটকিপার), বৈভব রাওয়াল, ললিত যাদব, নীতিশ রানা, আয়ুশ বাদোনি, হৃতিক শোকিন, শিবাঙ্ক বশিষ্ঠ, বিকাশ মিশ্র, জন্টি সিধু, ইশান্ত শর্মা, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, সিমারজিৎ সিং, লক্ষ থারেজা (উইকেটকিপার), প্রাণশু বিজয়রান।
For all the latest Sports News Click Here