কেন অধিনায়কদের উপর টস জেতার চাপ তৈরি হচ্ছে! রহস্য ফাঁস করলেন মাহেলা জয়বর্ধনে
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে স্বীকার করেছেন যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিশিরের একটি বড় ভূমিকা পালন করছে। এটি টসকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর করে তুলছে। জয়বর্ধনে মনে করেন যে, দ্বিতীয় বোলিং করে শ্রীলঙ্কার স্পিনাররা বল ধরতে পারেনি, আর অ্যাডাম জাম্পা প্রথম ইনিংসে সফলভাবে একই কাজ করেছিলেন। বৃহস্পতিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর ২২তম খেলায় অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা স্কোর বোর্ডে মাত্র ১৫৪/৬ তুলতে পারে। লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার কোনও সমস্যা হয়নি।
শ্রীলঙ্কার পরাজয়ের পর্যালোচনা করতে গিয়ে জয়বর্ধনে স্বীকার করেছেন যে অস্ট্রেলিয়া সেদিন ভালো খেলে ছিল। তিনি অবশ্য এটাও স্বীকার করেছেন যে শিশির লঙ্কান স্পিনারদের প্রতিকূল অবস্থায় ফেলে দিয়েছিল। প্রাক্তন খেলোয়াড় এই বিষয়ে ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘শ্রীলঙ্কার মতো দলগুলির সামনে শিশির এর অসুবিধার তৈরি হচ্ছে। যারা ফলে একটা বৈচিত্র্য দেখা যাচ্ছে। মাঝের ওভারে উইকেট পেতে স্পিনারদের উপর অনেক বেশি নির্ভর করতে হয়। শ্রীলঙ্কার স্পিনাররা আগে চেষ্টা করেছিলেন, কিন্তু বল ফস্কে যাচ্ছিল। অন্যদিকে অ্যাডাম জাম্পা যখন ওই লাইনে বোলিং করছিলেন তখন উইকেট পেয়েছিলেন কারণ সেই সময় যে ধরনের গ্রিপ পেয়েছিলেন তা আপনি শ্রীলঙ্কান স্পিনারদের সময় দেখতে পাননি।’
‘আমরা এখন পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে দেখেছি যে ব্যাকএন্ডের স্পিনাররা খুব বড় ভূমিকা পালন করেন। আপনি যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মত বড় আসরে নামেন তখন প্রথমে বোলিং করার একটি সুবিধা পাওয়া যায়। দুবাইয়ে খেলার সময় টস জেতার জন্য অধিনায়কদের উপর একটা আলাদা চাপ থাকবে।’
For all the latest Sports News Click Here