কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বাদ বোল্ট, ভারতের বিরুদ্ধে নেই গাপ্তিলও
ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপের পরে ভারত প্রথম সারির তারকাদের ২টি সিরিজ থেকে বিশ্রাম দিলেও নিউজিল্যান্ড কার্যত পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে। ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্তিল ছাড়া নিউজিল্যান্ডের স্কোয়াডে উল্লেখযোগ্য অনুপস্থিতি নেই।
বোল্ট ও গাপ্তিল নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। গাপ্তিল যদিও কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তাঁর বাদ পড়া কিছুটা প্রত্যাশিত ছিল।
বোল্ট কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বাদ পড়েন জাতীয় দল থেকে। কেননা কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জাতীয় দলে অগ্রাধিকার দেওয়া হবে বলেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগেই।
নিউজিল্যান্ডের টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ডারিল মিচেল, অ্যাডাম মিলিন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের ওয়ান ডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম (উইকেটকিপার), ডারিল মিচেল, অ্যাডাম মিলিন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদি। (সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে নিশামের বদলে নিউজিল্যান্ডের স্কোয়াডে ঢুকবেন হেনরি নিকোলস)।
For all the latest Sports News Click Here