কেটে ফেলেছেন চুল, দুবাইয়ে নয়া লুকে হাজির জিনত আমন! সাক্ষী থাকলেন মধুর ভান্ডারকর
গত সপ্তাহে একটি অনুষ্ঠানে অংশগ্ৰহণ করতে দুবাইয়ে হাজির হয়েছিলেন জিনত আমন। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়ে গেছিল বলি-পরিচালক মধুর ভান্ডারকরের। দেরি না করে নিজের প্রিয় অভিনেত্রীর সঙ্গে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রেখেছিলেন ‘ফ্যাশন’ ছবির পরিচালক। সম্প্রতি, সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মধুর। আর তা করামাত্রই নেটিজেনদের নজর কেড়েছে বর্ষীয়ান অভিনেত্রীর নয়া লুক। বলাই বাহুল্য, অনেকদিন পর ফের প্রকাশ্যে একসময়ের বলিউড কাঁপানো এই অভিনেত্রীকে দেখে দারুণ খুশি তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, বর্তমানে লাইমলাইট তো দূরের কথা খুব একটা বেশি প্রকাশ্যেও আসেন না একসময়ের বলিউডের এই ‘বম্বশেল’।
ওই ছবিতে দেখা যাচ্ছে সকালের প্রাতরাশ সারার পর হোটেলের লবিতে পাশাপাশি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মধুর এবং জিনত। ‘ট্র্যাফিক সিগন্যাল’ এর পরিচালককে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের হুডিতে। অন্যদিকে, ‘ডন’ এর নায়িকাকে দেখা গেল কালো রঙের পোল্ক ডট প্রিন্টের লং ড্রেস-এ। সঙ্গে চোখে ডার্ক শেডস এর মানানসই সানগ্লাস। নজর এড়ায়নি কাঁধ পর্যন্ত ছাঁটা তাঁর বব কাট চুলও। রুপোলি ছোপ ধরা চুলে বর্ষীয়ান অভিনেত্রীর শরীরে বয়সের থাবার আঁচড় বোঝা গেলেও তাঁর ব্যক্তিত্বের সৌন্দর্য কমেনি একচুলও।
নেটিজেনদের একটি বড় অংশের মত তেমনই। পাশাপাশি তাঁদের প্রিয় বলি-অভিনেত্রীর এই নতুন লুকেও মুগ্ধ হয়েছে তাঁর অনুরাগীরা। উল্লেখ্য জিনত ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রঞ্জিত, প্রেম চোপড়া, পদ্মিনী কোলহাপুরের মতো একসময় বলিউড কাঁপানো অভিনেতারা।
For all the latest entertainment News Click Here