কেটে গেল আশঙ্কার মেঘ? হাত ধরে কাছাকাছি রণবীর-দীপিকা, কোন বার্তা দিলেন
মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন হল গত শুক্রবার, ৩১ মার্চ। এদিন বলিউডের বিভিন্ন তারকাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। বাদ যান না দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে ঢোকার সময় এমন কিছু হয় যা নেটিজেনদের চোখ এড়ায় না। সেখানে রণবীর দীপিকার হাত ধরতে চাইলেও প্রাথমিক ভাবে পারেন না। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গোটা বিষয়টা দেখে অনেকেই অনুমান করে বসেন যে তাঁদের মধ্যে হয়তো কোনও সমস্যা চলছে।
তবে শেষ পর্যন্ত শুক্রবার দেখা গেল তেমন কিছু না। মুম্বইয়ের বান্দ্রা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড গার্ডেনে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে তাঁদের একে অন্যের হাত ধরে পোজ দিয়ে দেখা যায়। সঙ্গে মুখে লেগে ছিল চওড়া হাসি।
এদিন রণবীরের পরনে ছিল রূপালি রঙের শেরওয়ানি। অন্যদিকে অভিনেত্রীর পরনে ছিল ক্রিম এবং রূপালি রঙের একটি পোশাক। রণবীর তাঁর স্ত্রীর হাত ধরে এই অনুষ্ঠানে আসেন এবং পাপারাৎজিদের জন্য পোজ দেন। তাঁদের একে অন্যের কানে কিছু ফিসফিস করতেও দেখা যায়। রণবীর দীপিকার কানে কানে কিছু বললে তিনি হেসে ওঠেন। তাঁদের ব্লাশ করতেও দেখা যায়।
এরপর অনুষ্ঠানে তাঁদের প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের সঙ্গে গল্প করতে দেখা যায়। এদিনই অভিনেত্রী সপরিবারে আমেরিকা থেকে উড়ে এসেছেন। সঙ্গে তাঁদের মেয়ে মালতি ছিল।
এই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আগামীতে ভারতের সেরা মিউজিক, থিয়েটার থেকে ফাইন আর্টস তুলে ধরা হবে। ভারতের সাংস্কৃতিক কাঠামোকে আরও শক্তিশালী বানানোর জন্য এই সেন্টারের উদ্বোধন করা হল।
For all the latest entertainment News Click Here