কেকে-র মৃত্যু মাথায় রেখে বাড়তি সতর্কতা, নজরুল মঞ্চে গান গাইলেন সোনু নিগম
কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসে ৩১ মে মারা যান কেকে। সেই মৃত্যু বড় আঘাত এনেছিল তিলোত্তমার বুকে। শহরের ঐতিহ্যবায়ী এই অডিটোরিয়ামের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন অনেক গায়কই। এবার সেখানেই পারফর্ম করলেন সোনু নিগম। উদ্যোক্তাদের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে ভিড় নিয়ন্ত্রন করা যায়।
কেকে-র মৃত্যু এখনও মেনে নিতে পারেননি শহরবাসী। এখনও প্রশ্ন ওঠে, নজরুল মঞ্চে সেদিন অত ভিড় না থাকলে কি আজ বেঁচে থাকতেন কেকে, বা যদি এসিগুলো চলত, তাহলে কি সব অন্যরকম হত!
লালবাজারের নির্ধারিত SOP (কেকে-র মৃত্যুর পর যা তৈরি করা হয়েছে) মেনেই হল সোনুর অনুষ্ঠান। বাইরে ছিল তিনটি অ্যাম্বুলেন্স আর দমকলের গাড়ি। যাতে অনুষ্ঠানস্থলে মাত্রাতিরিক্ত ভিড় না হয়, সে দিকে কড়া নজর ছিল আয়োজকদের। নির্দিষ্ট টিকিটের থেকে একটা বেশি টিকিটও বিক্রি করা হয়নি। ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। আর এসবের মাঝে সুষ্ঠভাবে গান গেয়ে যান সোনু নিগম। তবে তিনিু যে কলকাতায় আসছে গান গাইতে, এই খবরও অনেকের কাছে ছিল না।
কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে নজরুল মঞ্চে পারফর্ম করে ফেরার পথে গাড়িতেই অসুস্থ বোধ করতে থাকেন। এরপর হোটেলে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। সেই রাতে মাত্রাতিরিক্ত ভিড় ছিল নজরুল মঞ্চে। খুলে দিতে হয়েছিল অডিটোরিয়ামের দরজা। ফলে এসিগুলো ঠিকঠাক কাজ করছিল না। বারবার ঘাম মুছছিলেন কেকে। জল খাচ্ছিলেন। মঞ্চের উপরে থাকা লাইটও নিভিয়ে দিতে বলছিলেন।
For all the latest entertainment News Click Here