কেকে বিতর্কে রূপঙ্করের গান আর না বাজানোর সিদ্ধান্ত নিল কলকাতার নামি রেস্তোরাঁ!
কেকে বিতর্কে আরও কোনঠাসা হয়ে পড়লেন রূপঙ্কর বাগচি। মিও আমোরের পর রূপঙ্করের গান না বাজানোর সিদ্ধান্ত নিল কলকাতার এক নামি রেস্তোরাঁ। তাঁদের রেস্তোরাঁয় এবার থেকে রূপঙ্করের আর কোনও গানই বাজানো হবে না বলে জানিয়ে দিল এক বিবৃতি দিয়ে।
যাদবপুরের ‘ভুতের রাজা দিল বর’ রেস্তোরাঁটি বিখ্যাত তার বাঙালি খাবারের জন্য। এছাড়াও অতিথিদের মনে ধরে রেস্তোরার অন্দরসজ্জা। ভিতরে চলে বাঙালি গায়কদের গাওয়া বাংলা গান। তবে রূপঙ্করের গান এবার থেকে আর বাজবে না।
বিবৃতিতে লেখা আছে, ‘জনস্বার্থ এবং মানুষের বিক্ষোভের কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী।’ প্রসঙ্গত, বেকারি শপ মিও আমোরেও জানিয়ে দিয়েছে তাঁদের রূপঙ্করের গাওয়া জিঙ্গেল নিয়ে খুব জলদি একটা সিদ্ধান্ত নেবে তারা।
আরও পড়ুন: প্রকাশ্যে কেকে-র শেষ গান ‘ধুপ পানি বেহনে দে’! সৃজিতের ছবির ঝলক কাঁদিয়ে দিল সকলকে
আসলে কেকে মারা যাওয়ার পর রূপঙ্করের বলা ‘হু ইজ কেকে ম্যান’ নিয়ে প্রবল আপত্তি তোলে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। একজন শিল্পী হয়ে অপর শিল্পীকে অপমান মেনে নিতে পারেননি অনেকেই। একইসঙ্গে বাংলার এই গায়কের কাছে হুমকি ভরা ফোন আসতে থাকে। একপ্রকার বাধ্য হয়েই প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চান রূপঙ্কর। সঙ্গে তিনি ঠিক কী অর্থ করে ভিডিয়ো বানিয়েছিলেন সেটাও বিশ্লেষণ করেন। তবে এতে জনতার মন যে গলেনি তা প্রমাণ করে দিল ‘ভুতের রাজা দিল বর’ রেস্তোরাঁর নেওয়া পদক্ষেপ।
For all the latest entertainment News Click Here