কেকে বিতর্কের শাস্তি! রূপঙ্কর বাদ, সোমলতার কন্ঠে হাজির মিও আমোরের গান
জনতার মনমর্জির আগে কোনও কিছুই টেকে না। তা ফের প্রমাণিত। কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চক্ষুশূল হয়েছিলেন রূপঙ্কর বাগচি। গায়কের প্রতি জনতার রোষ এতটাই তীব্র ছিল যে বিতর্কের মুখে পড়েন কেক প্রস্তুতকারণ সংস্থা মিও আমোরে। কারণ এই সংস্থার প্রচারমূলক জিঙ্গলটি রূপঙ্কর বাগচির গাওয়া।
রূপঙ্করের কন্ঠে গাওয়া সেই জিঙ্গল নানান রেডিও স্টেশনে হামেশাই বাজত, এমনকী সেই দোকানে গেলেও শোনা যেত। রূপঙ্করের উপর রাগ থেকে ওই সংস্থার ফেসবুক পেজেও লাগাতার অভিযোগ জানাচ্ছিলেন কেকে-র অনুরাগীরা। রূপঙ্করের গাওয়া বিজ্ঞাপনী জিঙ্গল অবিলম্বে বন্ধ করতে হবে, দাবি ছিল নেটাপাড়ার। লাগাতার কটাক্ষের পর জুন মাসের শুরুতেই সেই জিঙ্গল প্রত্যাহার করে নিয়েছিল মিও আমোরে। সঙ্গে সংস্থার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল কেকে সম্পর্কে রূপঙ্করের মন্তব্য তাঁরা কোনওভাবেই সমর্থন করে না।
সোমলতা এবার রূপঙ্করের জুতোয় পা গলালেন-
এবার জনতার দাবি মেনে নতুন জিঙ্গল নিয়ে হাজির সংস্থা। এবার রূপঙ্করের জায়গায় গানটি গাইলেন টলিউডের অপর জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। মিও আমারের সোশ্যাল মিডিয়া পেজে দু-দিন আগেই প্রকাশ্যে আনা হয়েছে সেই গান। সংস্থার সাফ কথা, ‘তোমরা বললে, আমরা শুনলাম… নতুন গান নিয়ে হাজির হলাম’।
সেই ভিডিয়োর কমেন্ট বক্সে প্রশংসার ঝড়। একজন লিখেছেন, ‘যাক মিও আমোরে কথা রেখেছে। অপর একজন লেখেন, ’সোমলতাদির কন্ঠ, খুব ভালো লাগল’।
ক্ষমা চেয়েও রেহাই নেই রূপঙ্করের
কেকে-র মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রূপঙ্করকে। যদিও শিল্পী আগেই ক্ষমা চেয়ে আগেই জানিয়েছেন, ‘নিজেই নিজের বক্তব্যের মধ্যে নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে।’ বিতর্কিত ফেসবুক ভিডিয়োটিও ডিলিট করে দেন রূপঙ্কর।
ফেসবুক ভিডিয়োয় ঠিক কী বলেছিলেন রূপঙ্কর?
কেকে-র মৃত্যুর কয়েকঘন্টা আগেই বিস্ফোরক ভিডিয়োয় রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে দারুণ গায়ক। কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।’
রূপঙ্করের প্রশ্ন করেছিলেন, কেন বাঙালি দর্শক বাঙালি গায়কদের নিয়ে এত মাতামাতি করেন না। এঁরা সকলে কেকে-র চেয়ে ‘অনেক ভালো গায়ক’। তিনি বলেন, ‘আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।’
রূপঙ্কর তো নিজের ভুল মেনে নিয়েছেন, এখন দেখবার জনতার রাগ কবে কমে!
For all the latest entertainment News Click Here