কেকে না থাকলেও রয়ে যাবে তাঁর সুর, শুনে নিন গায়কের জনপ্রিয় ১০টি গান
আর নেই কেকে! মঙ্গলবার গায়কের মৃত্যুর পর থেকে মাথাচাড়া দিয়েছে নানা বিতর্ক। কেউ প্রশ্ন তুলছেন, কেন নজরুল মঞ্চের এসি ঠিকঠাক চলছিল না। তো কেউ প্রশ্ন তুলছেন, মঙ্গলবারই কেকে-র মৃত্যুর আগে রূপঙ্করের সেই ভাইরাল ভিডিয়ো নিয়ে। তবে গায়কের ভক্তরা যেন এখনও কাটিয়েই উঠতে পারছেন না এই মৃত্যুশোক। প্রেম-ভালোবাসা-বিরহ মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া মানুষটাই আর নেই। রইল শিল্পীর গাওয়া অন্যতম হিট ১০টি হিট
১. পল অ্যালবাম থেকে ‘পেয়ার কা পল’।
২. তু আশিক হ্যায়, ‘ঝঙ্কার বিটস’-এর থেকে।
৩. কেয়া মুঝে প্যায়ার হ্যায়। ছবির নাম- ও লমহে।
৪. ইয়ারো- ‘পল’ অ্যালবাম থেকে।
৫. তড়প তড়প কে। ছবির নাম: হাম দিল দে চুকে সনম।
৬. আঁখো মে তেরি। ছবির নাম- ওম শান্তি ওম।
৭. জারা সা দিল মে দে জাগা তু। ছবির নাম- জন্নত।
8. জিন্দেগি দো পল কি। ছবির নাম- কাইটস।
৯. দিল ইবাদত। ছবির নাম- তুম মিলে।
১০. অলবিদা। ছবির নাম- লাইফ ইন আ মেট্রো।
প্রসঙ্গত, মাত্র ৫৩ বছরে মারা গেলেন কেকে। আপাতত তাঁর দেহ ময়নাতদন্ত করা হবে। গায়কের শেষ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কেকে-র কপালে ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাতে গায়কের শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল? তা খতিয়ে দেখতে ধর্মতলার পাঁচতারা হোটেলের শিফট ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হবে হোটেলের সিসিটিভি ফুটেজও। হোটলের অনান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, কথা বলা হবে অনুষ্ঠানের আয়োজক এবং নজরুল মঞ্চের কর্মীদের সঙ্গেও।
For all the latest entertainment News Click Here