কেকেআরের বিরুদ্ধে চাহালের হ্যাটট্রিক, একনজরে রাজস্থানের হ্যাটট্রিক হিরোরা
শুভব্রত মুখার্জি: কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে সোমবারের ম্যাচে এক দুরন্ত হ্যাটট্রিক সম্পন্ন করেছেন চাহাল। বলা বাহুল্য চাহালের এই হ্যাটট্রিক দলকে বড় জয় এনে দিয়েছে। তবে রাজস্থানের হয়ে চাহাল একমাত্র বোলার নন যিনি এই হ্যাটট্রিক করেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের হয়ে তিনি পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন।
আইপিএলের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল চেন্নাই সুপার কিংস দলের পেসার লক্ষ্মীপতি বালাজির হাত ধরে। তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দলের বিরুদ্ধে এই হ্যাটট্রিক করেছিলেন বালাজি। তার পরবর্তী সময়ে ২১ বার হ্যাটট্রিক সম্পন্ন করেছেন বোলাররা। যার মধ্যে একা অমিত মিশ্রের রয়েছে তিনবার হ্যাটট্রিক। যুবরাজ সিংয়ের ঝুলিতে রয়েছে দুটি হ্যাটট্রিক। আর দলগতভাবে সবথেকে বেশি হ্যাটট্রিক রয়েছে রাজস্থানের ঝুলিতে। পাচ পাঁচটি হ্যাটট্রিক করেছেন তাদের বোলাররা।
তবে রাজস্থান বোলারদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হ্যাটট্রিকটি করেছেন শ্রেয়স গোপাল। ২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে করা সেই হ্যাটট্রিকে তিনি নিয়েছিলেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং মার্কাস স্টোয়নিসের উইকেট। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম হ্যাটট্রিক অবশ্য করেছিলেন অজিত চান্দিলা। ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স দলের বিরুদ্ধে জেসি রাইডার, সৌরভ গাঙ্গুলি এবং রবীন উথাপ্পার উইকেট নিয়েছিলেন। ২০১৪ রাজস্থানের হয়ে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় হ্যাটট্রিক করেন প্রবীন তাম্বে। তার শিকারের তালিকায় ছিল মনীশ পান্ডে, ইউসুফ পাঠান এবং রায়ান টেনডসকার্টে। ২০১৪ সালে হায়দরাবাদ দলের বিরুদ্ধে রাজস্থানের হয়ে তৃতীয় হ্যাটট্রিক করেছিলেন শেন ওয়াটসন। তিনি নেন ধাওয়ান, মোজেস হেনরিক্স এবং কর্ণ শর্মার উইকেট। চতুর্থ হ্যাটট্রিকটি আরসিবির বিরুদ্ধে করেন শ্রেয়স গোপাল। আর সর্বশেষ তথা পঞ্চম হ্যাটট্রিকটি সোমবার করেছেন যুজবেন্দ্র চাহাল। তিনি নিয়েছেন শ্রেয়স আইয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সের উইকেট।
For all the latest Sports News Click Here