কেওয়াইসি করানোর ভুয়ো ফোন! চার লাখ টাকার প্রতারণার মুখে অন্নু কাপুর
কেওয়াইসি করাতে গিয়ে চার লাখ টাকার প্রতারণা! মহা বিপাকে অন্নু
অনলাইন প্রতারণার শিকার অন্নু কাপুর। ৪.৩৬ লাখ টাকার ক্ষতি অভিনেতার। একটি বেসরকারি ব্যাঙ্কের কেওয়াইসি করাতে গিয়েই যত বিপত্তি।
এক ব্যক্তি অন্নুকে ফোন করে দাবি করেন তিনি সেই ব্যাঙ্কেরই কর্মী। অভিনেতাকে কেওয়াইসি করার পরামর্শ দেন তিনি। সেই ব্যক্তির সঙ্গে কথা বলে অন্নুর মনেও কোনও সন্দেহের উদ্রেক হয়নি। নিজের ব্যাঙ্কের যাবতীয় তথ্য এবং ওটিপি সেই ব্যক্তিকে দিয়ে দেন অভিনেতা।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ জানান অন্নু। অন্নুর অ্যাকাউন্ট থেকে ৪.৩৬ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে দু’টি ভিন্ন অ্যাকাউন্টে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরো বিষয়টি অন্নুকে জানায়। তাঁর সেই অ্যাকাউন্টটিও বন্ধ করে দেওয়া হয়।
সেই দু’টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুরো অর্থ না হলেও অন্নুকে ৩.০৮ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হবে।
মাস কয়েক আগে প্যারিসে গিয়ে একই ঘটনার শিকার হয়েছিলেন অন্নু। বিদেশে গিয়ে লক্ষাধিক টাকার জিনিস খুইয়েছিলেন অন্নু। চুরি গিয়েছিল তাঁর ক্রেডিট কার্ড, টাকা, আইপ্যাড।’
একটি ভিডিওর মাধ্যমে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অন্নু। অনুরাগীদেরও সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন তিনি।
ওটিটি থেকে বড় পর্দা, সব মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন অন্নু। তাঁর হাতে আপাতত একগুচ্ছ কাজ। ‘হম দো হোমারে বরা’, ‘সব মোহ মায়া’-র মতো ছবিতে দেখা যাবে তাঁকে।
For all the latest entertainment News Click Here