কেএল রাহুল ‘নম্র’, ওঁকে পেয়ে আথিয়া ভাগ্যবান, জামাই প্রসঙ্গে বললেন সুনীল শেট্টি
বিয়ের করে শ্বশুরবাড়ি পাড়ি দিয়েছে মেয়ে। যে কোনও বাবা-মায়ের কাছে এটা আবেগঘন মুহূর্ত। গত ২৩ জানুয়ারি দীর্ঘ দিনের প্রেমিক তারকা ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সাত পাত ঘুরেছেন অভিনেত্রী আথিয়া শেট্টি। মেয়ের বিয়ের মুহূর্তে বাবা সুনীল শেট্টি যেন আনন্দে, আবেগে ভেসেছেন। মেয়ে এবং জামাইকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে দু-হাত ভরে আশীর্বাদ করে ছবি পোস্ট করেছেন অভিনেতা।
সদ্য মেয়ে আথিয়া এবং জামাই রাহুলের বিয়ের নিয়ে মুখ খুলেছেন সুনীল শেট্টি। প্রবীণ অভিনেতার খান্ডালার ফার্মহাউসে বসেছিল নব দম্পতির বিয়ের আসর। সুনীল, একটি দীর্ঘ নোটে, বিয়ের বিষয় বিস্তারিত জানিয়েছেন এবং যারা পরিবারকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।
প্রবীণ অভিনেতা পোস্টে লেখেন, ‘গত সপ্তাহে, আমাদের মেয়ে আথিয়া তাঁর জীবনের ভালোবাসা রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। আমাদের খান্ডালার বাড়িতে একটি ছোট এবং অন্তরঙ্গ অনুষ্ঠানে মাধ্যমে তাঁদের পরিণয় সম্পন্ন হয়। উভয় পরিবার এবং তাদের নিকটতম বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়ের পার্টিতে’। তিনি জানিয়েছেন, নব দম্পতি কীভাবে জিনিসগুলিকে ‘ঐতিহ্যগত এবং সাধারণ’ রাখতে চেয়েছিলেন।
আরও পড়ুন: BFF অমৃতার জন্মদিন, নিজের বাড়ির ছাদবাগান সাজিয়ে পার্টি করলেন করিনা, অন্দরের ঝলক
আরও যোগ করেছেন, ‘আমরা যেমনটা আশা করেছিলাম, শেষ পর্যন্ত তেমনই অনুষ্ঠান হয়েছে। ১০০ জনেরও কম অতিথি হাজির ছিলেন। কোনও সময়েই জিনিসগুলিকে চাপের মতো মনে হয়নি৷ সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে, হেসে ও নেচে আনন্দ করেছেন। খাঁটি আনন্দ। আশা করি আহান, মানা এবং আমি সবাইকে ভালো মতোই হয়তো হোস্ট করেছি’।
জামাই কেএল রাহুল সম্পর্কে কথা বলতে গিয়ে সুনীল শেট্টি জানান, ‘গোটা দেশ মুগ্ধ রাহুলের প্রতি। তা সত্ত্বেও ওঁ প্রচণ্ড নম্র স্বভাবের। ভালো আচরণ, বুদ্ধিমান, এবং অত্যন্ত সুরক্ষিত। মানা ও রাহুল একসঙ্গে ঝগড়া করে! সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমস্ত ক্রীড়াবিদদের মতো, তিনি উত্থান-পতন দেখেছেন- এমন কিছু যা তাঁকে ক্রিকেটের পরেও জীবনে অনেক ক্ষেত্রে সাহায্য করবে। আথিয়া ভালোবাসায় পরিপূর্ণ এমন একটি পরিবার পেয়ে ধন্য’।
২০১৯ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন রাহুল-আথিয়া। সোমবার রাতে বিয়ের পর প্রথমবার ডিনার ডেটে গিয়েছিলেন নব দম্পতি।। বান্দ্রায় এক রেস্তোরাঁয় প্রবেশের মুখে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা। এ দিন খুব ক্যাজুয়া আউটফিটে ধরা দেন নব দম্পতি। এক পাপারাৎজ্জোর শেয়ার করা ইনস্টাগ্রাম ভিডিয়োতে দেখা গিয়েছে, এ দিন ব্লু রঙের প্রিন্টেড শার্টের সঙ্গে ডেনিম জিনস পরে আথিয়া। সাদা টি-শার্টের সঙ্গে নীল রঙের ডেনিম জিনস পরে রাহুল। দুজনেই হাসিমুখে পাপারাৎজ্জির উদ্দেশ্যে পোজ দেন। নবদম্পতির ভিডিয়োতে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।
For all the latest entertainment News Click Here