কেউ মনে রাখবে না- কেন বিরাট ফ্লপ অধিনায়ক বলে দিলেন প্রাক্তনী
ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি। দিয়েছেন একাধিক ট্রফি। কিন্তু দুঃখের বিষয় একটাই। বিরাট কোহলির নেতৃত্বে একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হার। শুধু তাই নয়, ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। এরপর ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। আবার সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়। এই সব টুর্নামেন্টেই ভারতের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন বিরাট কোহলি।
ফলে আইসিসির টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেও খেতাব জিততে পারেননি তিনি। যে জন্য অনেকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তার মধ্যে ব্যাটে রান না পাওয়া। সবকিছু নিয়েই চাপে ছিলেন তিনি। বাধ্য হয়েই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ভিকে। আরসিবির পডকাস্ট অনুষ্ঠানে বিরাট দাবি করেন আইসিসি টুর্নামেন্ট না জেতায় তাঁকে ব্যর্থ অধিনায়ক হিসাবে দাবি করা হয়েছিল। ভিকে বলেছেন, ‘আমি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করেছি, ২০১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করেছি, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছি এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করেছি। আমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছি, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছি এবং তাও আমাকে একজন ব্যর্থ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল।’
আরও পড়ুন… NZ vs ENG: ১০ বছর আগেকার ভুলের পুনরাবৃত্তি করল কি স্টোকসের ইংল্যান্ড! কেনের ব্যাটে কিউয়িদের লড়াই
বিরাট কোহলি বলেন, ‘আমি কখনই নিজেকে সেই দৃষ্টিকোণ থেকে বিচার করিনি। দল হিসেবে এবং সাংস্কৃতিক পরিবর্তন হিসেবে আমরা যা অর্জন করেছি তা আমার জন্য সবসময় গর্বের বিষয় হয়ে থাকবে। একটি টুর্নামেন্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু একটি সংস্কৃতি দীর্ঘ সময়ের জন্য এবং এর জন্য আপনার ধারাবাহিকতা প্রয়োজন।’
আরও পড়ুন… আমি কাঁদছিলাম, তখন আমার ভারতের ভিসা ছিল না- স্ত্রীর মৃত্যুর করুণ গল্প বললেন আক্রম
বিরাট কোহলির এমন মন্তব্যের পর শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে। এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার। টুইট করে বিরাটের সেই মন্তব্যের পাল্টা দিয়ে তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, এটাই ভারতের অধিনায়ক হওয়া খুব চাপের। দ্বিতীয় বা তৃতীয় স্থানের দলকে কেউ মনে রাখে না। আইসিসি টুর্নামেন্টের বিজয়ীদের আমরা সবসময় মনে রাখি।’
উল্লেখ্য, আগামী বুধবার থেকে ইন্দোরে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজে দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। আর একটি ম্যাচ জিতে নিতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে রোহিত শর্মার দল। সেদিক থেকে দেখতে গেলে পরপর দুই বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে টিম ইন্ডিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here