‘কেউ বলেনি যে IPL-এ এটাই ধোনির শেষ বছর’, MS-কে নিয়ে বড় আপডেট CSK-র বোলারের
এটাই ধোনির শেষ আইপিএল, এটাই ধোনির শেষ আইপিএল- ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে যেন একটাই রব উঠেছে। মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের শেষ আইপিএল খেলতে নামছেন ভেবে অনেকে আবেগতাড়িতও হয়ে পড়েছেন। ধোনিকে ছাড়া আইপিএলের কথা ভাবতেই পারছেন না তাঁরা। যদিও ধোনি একবারও বলেননি যে এটাই তাঁর শেষ আইপিএল হতে চলেছে। তাতে জল্পনা-আবেগে ইতি পড়েনি। এবার আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) তারকা পেসার দীপক চাহার।
নিউজ ইন্ডিয়া স্পোর্টসে সিএসকের ১৪ কোটি টাকার বোলার এবং নয়া বলে ধোনির সম্ভবত সেরা অস্ত্র চাহার বলেন, ‘কেউ বলেনি এটাই ওর (ধোনি) শেষ বছর হতে চলেছে (আইপিএলে)। অত্যন্ত ও (ধোনি) বলেনি। আশা করছি যে ও আরও খেলবে। আমরা এরকম কিছু জানি না। আমরা চাই যে, ও যতদিন পারবে, ততদিন খেলে যাক।’
আরও পড়ুন: সলমন-বিরাটদের কড়া টক্কর দিতে পারেন ৪১-এর ধোনি! IPL 2023 -এর আগে নজরে মাহির বাইসেপ
চাহার আরও বলেন, ‘ও জানে যে কখন অবসর গ্রহণ করতে হবে। টেস্টেও আমরা ওকে সেটা করতে দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখেছি। অন্য কেউ জানে না। আমি শুধু এটাই আশা করব যে ও খেলা চালিয়ে যেতে থাকবে। ওর অধিনায়কত্বে খেলতে পারলে নিজেকে ধন্য মনে হয়। ওর সঙ্গে খেলার স্বপ্ন ছিল আমরা। ও ভালো ছন্দেও আছে। এবার আইপিএলে যখন ও ব্যাট করবে, তখন সেটা আমরা দেখতে পারব।’
আরও পড়ুন: ধোনির পরে CSK-এর নেতৃত্ব সামলাবেন কে? রায়না জানালেন চেন্নাই-এর ভবিষ্যতের নেতার নাম
এমনিতে ধোনি আগে থেকেই বলে রেখে কিছু করেন না। ২০১৪ সালে যখন টেস্ট থেকে অবসরগ্রহণ করেছিলেন, তখন ঘুণাক্ষরেও টের পাননি কেউ। এমনকী সতীর্থরাও জানতেন না। আচমকা টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন একেবারে নিজের মতো করে। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালের পর ধোনির ভবিষ্যৎ জল্পনা চলছিল। কবে ধোনি খেলবেন, আদৌও খেলবেন কিনা, তা নিয়ে কানাঘুষোর অন্ত ছিল না। একদিন আচমকা ইনস্টাগ্রামে পোস্ট করে অবসর ঘোষণা করেছিলেন। অনেকের মতে, ধোনি এমন একজন খেলোয়াড়, যিনি ‘ফেয়ারওয়েল’ চান না। বরং আড়ালে-আবডালে করতে ভালোবাসেন। আইপিএলের ক্ষেত্রেও ধোনি সম্ভবত নিজের প্রিয় ‘ফর্মুলা’ প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট মহলের মত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here