কৃষ্ণ-রাধার সংসার জীবন, প্রকাশ্যে ‘বিরহী ২’-এর ট্রেলার, কবে মুক্তি পাবে সিরিজ
প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর এবার আসছে ‘বিরহী ২’। ফের একবার ‘বিরহী’ সিরিজের স্বাদ পেতে চলেছেন দর্শক। শনিবার মুক্তি পেল বহুল প্রতীক্ষিত এই বাংলা সিরিজের ট্রেলার। পরিচালকের আসনে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। প্রথম সিরিজ ‘বিরহী’তে ছক্কা হাঁকিয়েছেন তিনি।
মফস্বলের এক বেকার ছেলে কৃষ্ণকান্তকে নিয়ে শুরু হয়েছিল বিরহী। সিরিজে কৃষ্ণকান্তের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা সায়ন ঘোষ। তার বিপরীতে নায়িকা রাধার চরিত্রে দেখা গিয়েছে শতাক্ষী নন্দীকে। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ‘বিরহী ২’-এর ট্রেলারে প্রথমেই দেখা গিয়েছে, রাধা বলছে, ‘ডিভোর্সি মেয়ে… জামাই সরকারি চাকরি করছে… বাচ্চা হচ্ছে না কেন? জীবনটাই নষ্ট… তাই তো?’ এবার দেখা যাবে কৃষ্ণ-রাধার সংসার যাপন, মান-অভিমানের পালা।
আরও পড়ুন: ‘মা…’বলে ঝরঝরিয়ে কান্না খুদে প্রতিযোগীর, পরম স্নেহে কোলে তুলে যা করলেন দিদি রচনা
প্রদীপ্তর এই সিরিজে সায়ন-শাতাক্ষী ছাড়া অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, অমিত সাহা সহ আরও অনেকে। নতুন সিজনও যে রীতিমতো জমকালো হতে চলেছে, ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন পরিচালক। গত সিজনে নজর কেড়েছিল জমিদার, ট্যাঁপা, পকাইয়ের মতো চরিত্ররা। প্রায় এক বছর পর সেই কাহিনির পরবর্তী পর্ব নিয়ে ফিরছেন পরিচালক প্রদীপ্ত।
নতুন সিজন নিয়ে নির্মাতারা বলছেন, সিরিজের প্রথম সিজন যদি হয়ে থাকে অভিসার পর্ব, তাহলে বিরহ আর মাথুর নিয়ে আসছে বিরহী ২। গত বছর সুপারহিট হয়েছিল উরিবাবার বিরহী সিরিজটি। ইউটিউব চ্যানেল ‘উরিবাবা’-তে দেখা গিয়েছিল ‘বিরহী’-র প্রথম সিজন। সেখানেই দেখা যাবে দ্বিতীয় সিজনও।
প্রদীপ্তর সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রযোজনা করেছেন ঋত্বিক চক্রবর্তী। রচনা, সম্পাদনা এবং পরিচালনা প্রদীপ্ত ভট্টাচার্য নিজে। ডিসেম্বরেই মুক্তি পাবে ‘বিরহী’-র দ্বিতীয় সিজন।
For all the latest entertainment News Click Here