কৃষ্ণের টানে জন্মদিনে ব্রজধামে! গলায় গোলাপ মালা, ভক্ত-ভিড়ে পা মেলালেন সৌমিতৃষা
সৌমিতষার বার্থ ডে ট্রিপ নিয়ে জল্পনার কোনও অন্ত নেই। দর্শকদের প্রিয় মিঠাইরানি কোথায় গেছেন, কোথায় কোথায় ঘুরছেন, সবই খবর রাখছেন অনুরাগীরা। মিঠাই-ও নিজের ট্যুরের ঝলক শেয়ার করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। জন্মদিন উপলক্ষে কাজ থেকে নিয়েছেন টানা ৩ দিনের ছুটি। আর সোজা চলে এসেছেন ব্রজধাম বৃন্দাবনে। সঙ্গে মা-বাবা। এবার রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিতে যাওয়ার ছবি শেয়ার করে নিলেন তিনি।
মন্দির দর্শনের জন্য বেছেছিলেন হলুদ রঙের সালোয়ার। গলায় ফুলের মালা। আর পাঁচটা সাধারণ মানুষের মতো ভিড় ঠেলেই মন্দিরে পৌঁছন। সৌমিতৃষা আগেই জানিয়েছেন, এই জন্মদিনটা নিজেকে খুঁজে পাওয়ার জন্মদিন। আর নিজেকে খুঁজতে সকলের প্রিয়া মিঠাই রানি গিয়ে পৌঁছলের তাঁর প্রাণের প্রিয়া গোপালের কাছেই। মন্দিরের ভিতরে থাকা রাধা-কৃষ্ণের ভিডিয়োও ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন। আরও পড়ুন: ‘১০ লাখও হবে না…!’, অক্ষয় কুমারের সেলফি ‘ফ্লপ’, করণ জোহরকে দুষলেন কঙ্গনা
সৌমিতৃষার পোস্টে এক ব্যক্তি মন্তব্য করলেন, ‘গোপালের ডাকে রাধারানী পৌঁছে গেল এই পূণ্যধামে। রাধে রাধে।’ আরেকজন লিখলেন, ‘তোমার এই আধ্যাত্মের দিকে চলাই তোমাকে অনেক দূর পৌঁছে দেবে।’ তৃতীয়জনের কমেন্ট, ‘জানি না কেন তোমাকে এভাবে দেখে আমরা গায়ে কাঁটা দিচ্ছে। তোমাকে এরকম একটা পূণ্যস্থানে দেখার মধ্যে আলাদাই একটা শান্তি আছে। তোমার ভালো হোক। ভালোবাসা।’
সোশ্যাল মিডিয়ায় এভাবেই সকলের থেকে ভালোবাসা পেয়ে থাকেন সৌমিতৃষা। মিঠাই হয়ে তিনি লাখ-লাখ মানুষের মন জয় করে এসেছেন। তাই তো স্লট বদলেও মিঠাই-এর জনপ্রিয়তাকে রুখে দেওয়া যায়নি। মাঝে কয়েক সপ্তাহ টিআরপি তালিকা থেকে ছিটকে গেলেও ফের ফিরে এসেছে সেরা দশে। নতুন শুরু হওয়া বালিঝড় পেরেই উঠছে না।
২০১৬ সালে ‘এ আমার গুরুদক্ষিণা’ দিয়ে কাজ শুরু করেন সৌমিতৃষা। এরপর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘আলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। স্টার জলসার ‘কনে বউ’-তে কাজ করার সময়তেই মিঠাই-এর অফার পান তিনি। বাকিটা তো ইতিহাস। এত পরিমাণ ভালোবাসা খুব কম অভিনেত্রীর জীবনেই জোটে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here