কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ, ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশনের জবাব তলব সরকারের
কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ফেডারেশনের থেকে জবাব তলব করল কেন্দ্র। বুধবার রাতের দিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একেবারে কড়া ভাষায় জানানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে উত্তর দিতে না পারলে ফেডারেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
আজ রাতে ক্রীড়া মন্ত্রকের তরফে বিবৃতিতে জারি করে বলা হয়েছে, ‘অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসে পদকজয়ীরা-সহ যে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সাংবাদিক বৈঠক করে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও কোচের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা ও ফেডারেশনের অব্যবস্থার যে অভিযোগ তুলেছেন, তার প্রেক্ষিতে ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশনকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
তারপর আরও কড়া ভাষায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘একটি বার্তায় কুস্তি ফেডারেশনকে মন্ত্রক স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বিষয়টি যেহেতু অ্যাথলিটদের জন্য গুরুত্বপূর্ণ, তাই অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে যদি জবাব দিতে না পারে, তাহলে ২০১১ সালের জাতীয় ক্রীড়া উন্নয়ন বিধি মোতাবেক ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপ করবে মন্ত্রক।’
আরও পড়ুন: মেয়েদের যৌন শোষণ করে- কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ভিনেশ ফোগাটের বড় অভিযোগ
(বিস্তারিত পরে আসছে)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here