কুলদীপের হ্যাটট্রিক বল সামলাচ্ছেন উমেশ, নন-স্ট্রাইকে থোড়াই কেয়ার রাসেলের: Video
তখনও ইনিংসের ১৫ ওভার শেষ হয়নি, ৮ উইকেট হারিয়ে প্রবল চাপে কেকেআর। দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদব দাঁড়িয়ে হ্য়াটট্রিকের মুখে। এমন অবস্থায় শেষ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের নন-স্ট্রাইকে দাঁড়িয়ে উদ্বেগে থাকাই স্বাভাবিক। তবে দ্রে রাস যে অন্য ধাতুতে গড়া, সেটা বোঝা গেল অরুণ জেটলি স্টেডিয়ামে।
কোটলার দিল্লির বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে শুরু থেকেই ধারাবিহকভাবে উইকেট খোয়াতে থাকে কলকাতা নাইট রাইডার্স। একসময় তাদের ১০০ রানের গণ্ডি টপকানো নিয়েও দেখা দেয় সংশয়। ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে কুলদীপ যাদব পরপর আউট করেন জেসন রয় ও অনুকূল রায়কে।
হ্যাটট্রিক বলের মোকাবিলা করতে মাঠে নামেন উমেশ যাদব। কুলদীপ যখন উমেশকে ১৫তম ওভারের শেষ বল করতে চলেছেন, তখন ক্যামেরায় ধরা পড়ে ব্যতিক্রমী এক ছবি। কুলদীপ বোলিং রান-আপে রয়েছেন। ব্যাটিং ক্রিজে উমেশ প্রস্তুত কুদীপের ডেলিভারি সামলাতে। তবে নন-স্ট্রাইকার ব্যাটসম্যান আন্দ্রেল রাসেলেরস কোনও দিকেই ভ্রুক্ষেপ নেই।
দ্রে রাসকে দেখা যায় ডিপ মিড-উইকেটের দিকে ব্যাটিং স্টান্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। খেলা হচ্ছে একদিকে, রাসেলের নিজের খেয়ালে অন্যদিকে শ্যাডো করছেন এটা দেখেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। রাসেলের ভাবখানা ছিল এমন যে, ‘তোরা যা পারিস করগে যা’।
আরও পড়ুন:- IPL 2023: ‘চুলোয় যাক স্ট্রাইক-রেট, হার-জিত আসল’, লক্ষ্মণের কথায় স্বস্তি পেতে পারেন ওয়ার্নার-ধাওয়ানরা
উল্লেখ্য, রাসেলের জন্য কলকাতা ১০০ রানের গণ্ডি টপকে লড়াই করার রসজ সংগ্রহ করে নিতে সক্ষম হয়। বরুণ চক্রবর্তীকে নিয়ে শেষ উইকেটের জুটিতে রাসেল যোগ করেন ৩১ রান, যার মধ্যে বরুণের অবদান মাত্র ১। দ্রে রাস শেষমেশ ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। কলকাতা তাদের ইনিংস শেষ করে ১২৭ রানে।
আরও পড়ুন:- PBKS vs RCB: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে IPL-এ ৬০০টি চার মারার বিরল নজির কোহলির, আর কার রয়েছে এমন কৃতিত্ব?
যদিও হাতে পর্যাপ্ত রানের পুঁজি না থাকায় কলকাতাকে শেষমেশ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়। তবে একেবারে শেষ ওভার পর্যন্ত লড়াই চালায় কেকেআর। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৮ রান সংগ্রহ করে নেয়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ক্যাপিটালস।
উল্লেখযোগ্য বিষয় হল, রাসেল প্রথম ইনিংসের শেষ ওভারে মুকেশ কুমারের বলে পরপর ৩টি ছক্কা মারেন। শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে হাঁকানো রাসেলের ছক্কাগুলি ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করে নিশ্চিত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here