কুয়াদ্রাতের পরামর্শে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ২ মিডফিল্ডারকে সই করাল ইস্টবেঙ্গল
এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের দুই মিডফিল্ডার ভ্যানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়ালকে সই করাল ইস্টবেঙ্গল। আসলে অভিজ্ঞদের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে এবং তারুণ্যের মিশ্রণ আনতেই এই দুই ফুটবলারকে সই করাল লাল-হলু ব্রিগেড।
ভ্যানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়াল- দুই উঠতি প্রতিভাবান ফুটবলার নজর কেড়েছে ইতিমধ্যে। অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের দুই তারকার সঙ্গে ঠিক কত বছরের চুক্তি হয়েছে, তা অবশ্য খোলসা করেনি ইস্টবেঙ্গল। তবে পরিষ্কার বলা হয়েছে, এই দুই তরুণ ফুটবলারকে দীর্ঘ চুক্তিতে সই করানো হয়েছে। অর্থাৎ দুই তরুণের সঙ্গে একের বেশি বছরের চুক্তিতে সই করানো হয়েছে।
আরও পড়ুন: ৫ বছর পর FIFA Ranking-এ একশোর মধ্যে প্রবেশ করল ভারত, সুবিধে পাবে WC কোয়ালিফায়ারে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আগে স্পেনে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের প্রাকটিস ম্যাচে এই দুই ফুটবলারকে স্পট করেছিলেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর পরামর্শেই এই দুই ফুটবলারতে সই করিয়েছেন লাল-হলুদ কর্তারা। ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত বলেন, ‘কয়েক মাস আগে গুইতে এবং গুরনাজকে মাদ্রিদে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলতে দেখেছি। ওদের খেলার স্টাইল আমার নজর কেড়েছে। আমাদের তরুণ প্রতিভাকে প্রমোট করতে হবে। ইস্টবেঙ্গলে আমরা ওদের দক্ষতা বাড়াতে সাহায্য করব।’
ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের দুই মিডফিল্ডারকে সই করাতে পেরে উচ্ছ্বসিত লাল-হলুদ শিবির। ইমামি গ্রুপের কর্তা সন্দীপ আগরওয়াল বলছেন, ‘গুইতে এবং গুরনাজ, দু’জনই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে নজর কাড়ছে। ভবিষ্যতের ভাবনা থেকেই এই দুই ফুটবলারকে সই করানো হল।’
আরও পড়ুন: পরপর দুই ম্যাচে জয়, একাধিক গোলের সুযোগ নষ্ট করেও ২-০ খিদিরপুরকে হারাল ইস্টবেঙ্গল
গত বছর অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে ভ্যালুয়াবেল প্লেয়ার হন ১৬ বছরের গুইতে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপেও নজর কাড়েন। লাল হলুদ জার্সিতে নিজের সেরাটা দিতে তৈরি। গুইতে বলেন, ‘ইস্টবেঙ্গলের হয়ে খেলা আমার কাছে সম্মানের। আমি কোচ এবং সিনিয়রদের থেকে শিক্ষা নিয়ে নিজেকে প্রমাণ করতে চাই।’
ভারতের অনূর্ধ্ব-১৭ দলের আর এক গুরুত্বপূর্ণ সদস্য গুরনাজ। চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমির প্রোডাক্ট ১৬ বছরের মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের সিনিয়র দলে খেলার সুযোগ পেয়ে উল্লসিত। গুরনাজ বলেছে, ‘আমার উপর আস্থা রেখে আমাকে নেওয়ার জন্য আমি কোচ এবং ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। লাল হলুদের জার্সিতে কলকাতায় খেলার জন্য আমি মুখিয়ে আছি।’
এদিকে ইস্টবেঙ্গল এখন কলকাতা লিগ খেলতে ব্যস্ত। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও, পরের দুই ম্যাচে পরপর জয় ছিনিয়ে নিয়েছে। আপাতত ৩ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছেন বিনো জর্জের ছেলেরা।
For all the latest Sports News Click Here