কুন্তলের টাকায় সিনেমা বানিয়েছেন? নিজের বিরুদ্ধে CBI তদন্তের দাবি প্রযোজকের
নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam Case ) গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে ঘিরে প্রতিদিনই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বন্দি তৃণমূল যুবনেতার কাছ থেকে দুর্নীতির টাকা নিয়ে তৈরি হয়েছে টলিউডের বেশ কিছু সিনেমা। এমনই অভিযোগ উঠে আসবে বেশকিছু মহল থেকে। ইন্ডাস্ট্রিতে এমনও কানাঘুষো ‘মানবজমিন’ প্রযোজক রাণা সরকার নাকি কুন্তল ঘোষের টাকায় ছবি তৈরি করেছেন। এবার গোটা বিষয় নিয়ে সাফাই দিলেন রাণা সরকার।
শুধু সাফাই দিলেন তা নয়, নিজের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে বসলেন প্রযোজক। রাণা সরকারের চ্যালেঞ্জ তাঁর টাকায় যে সব ছবি তৈরি হয়েছে তার এক টাকাও অবৈধ নয়। জোর গলায় ফেসবুকে প্রযোজক লেখেন, ‘শুনলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুজব আমি নাকি কুন্তল ঘোষের টাকা নিয়ে সিনেমা বানাই, তাই আমি এখন আর কোনও সিনেমা বানাতে পারব না। আমি ইডি বা সিবিআই তদন্তকারীদের অনুরোধ করছি আমি কার টাকা নিয়ে সিনেমা বানাই সেই নিয়ে তদন্ত করুন।’
এখানেই থেমে থাকেননি তিনি তাঁর সংযোজন, ‘সবাই সবাইকে চিটিংবাজ/ফ্রড ভাবে, তাই স্বত্বঃপ্রনোদিত ভাবে আমি এই তদন্তের মুখোমুখি হতে চাই, সঙ্গে আমি যা জানি সব জানাতে চাই তদন্তকারীদের। আসুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক’।
টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব রাণা সরকার। তাঁর বিরুদ্ধেও বিভিন্ন সময় কলাকুশলীদের পারিশ্রমিক না মেটানোর অভিযোগ উঠেছে। বকেয়া বিতর্ক রানাকে নিয়ে নতুন নয়। এর মাঝেই দুর্নীতির বিতর্কে নাম জড়াতেই ফুঁসে উঠলেন প্রযোজক। রাণার এই পোস্টে একাধিক বিরূপ মন্তব্যে উড়ে এসেছে। যেচে সাফাই দেওয়ার কারণ কী? প্রযোজকের জবাব, ‘বাকিদের সাহস নেই বলে’। কেউ কেউ ট্রোল করে লেখেন, ‘রাণা সরকার সিনেমা বানাতে কুন্তল কেন কালীঘাটের কাকুর কাছ থেকে টাকা নেবেন’। সোজা ব্য়াটে এই কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি। লেখেন, ‘অথবা আদানির কাছ থেকে’। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানিয়েছেন, ‘মারা যাওয়ার ভয় আমার নেই’।
বক্স অফিসে রাণা সরকার প্রযোজিত শেষ ছবি ছিল ‘মানবজমিন’, শ্রীজাতর এই ছবি সুপারফ্লপ। এরপর আবারও শ্রীজাতর সঙ্গে জুটি বেঁধেই ‘চল রাস্তায় সাজি ট্রাম লাইন’ বলে একটি ছবি তৈরি করছেন প্রযোজক। গুজব রটেছে, সেই ছবিই নাকি এবার বন্ধের মুখে। কিন্তু ফুৎকারে সেই দাবি উড়িয়ে রাণা সরকার জানালেন, ‘আমি অতীতেও বৈধ টাকায় ছবি বানিয়েছি, ভবিষ্যতেও তাই করব’। সবরকম পরীক্ষা দিতে প্রস্তুত তিনি, জানালেন প্রযোজক।
For all the latest entertainment News Click Here