কুড়ুলের কোপ মেরেই ‘জয় মাতা দি’ বলল আততায়ী! কী ঘটেছিল সেদিন? বললেন আমন
সম্প্রতি এক আততায়ীর কুড়ুলের কোপে ভয়ানক আহত হন ‘যোধা আকবর’ খ্যাত আমন ঢালিওয়াল। হাসপাতালে চিকিৎসা করানোর পর নানা অঙ্গে সেলাই পড়েছে রীতিমতো। শারীরিক পরিস্থিতি কিছুটা ঠিক হতেই হিন্দুস্তান টাইমসকে বিশেষ সাক্ষাৎকার দিলেন ‘বিঘ্নহরতা গনেশ’এর অভিনেতা। ঠিক কী ঘটেছিল ১৪ মার্চ? সে কথাই বিশদে জানালেন আমন।
আরও পড়ুন: নিকের সঙ্গে প্রেম চাননি প্রিয়াঙ্কা! প্রস্তাব যখন পান, তখন ছিলেন ‘জটিল সম্পর্কে’
আরও পড়ুন: বাগদানও হয়ে গিয়েছে, বিয়ের অপেক্ষায় পরিণীতি-রাঘব! রাজনীতিবিদের টুইটে ফাঁস তথ্য…
আরও পড়ুন: ৪০ বছর বয়সে বাইক চালানো শিখলেন দিয়া, কেন এর কিছুটা ক্রেডিট দিচ্ছেন তাপসীকে
গত ১৪ মার্চ আততায়ী হামলা হয় আমনের উপর। শরীরের নানা অঙ্গে কুড়ুল দিয়ে নির্মম কোপ চালায় ওই ব্যক্তি। পরে জানা যায় ব্যক্তিটির নাম রোনাল্ড চাঁদ, বয়স ৩০ বছর। আমন বলেন ওই দিন গাড়ির ভিতরে বসে থাকাকালীনই অস্ত্র হাতে রোনাল্ডকে লক্ষ করেছিলেন তিনি। তাঁর কথায়,‘লোকটা অদ্ভুত ছিল। আমি তাঁকে লক্ষ্য করেছি এবং তাঁর কাছাকাছি গাড়ি পার্ক না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার গাড়িতে জিমের জন্য প্রস্তুতি শুরু করি এরপর। কিছুক্ষণের মধ্যেই দেখি সে পেছনের বাম পাশের জানালার কাচ ভেঙে ফেলেছে। আমি জুতো ছাড়া গাড়ি থেকে বের হতেই সে আমাকে কুড়ুল দিয়ে আঘাত করে। তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে মারছ কেন? আমি কিছু বোঝার আগেই সে হিন্দিতে বলল, জয় মাতা দি। তবে আমি এটাকে হিন্দু বনাম কোনও সম্প্রদায়ের লড়াইয়ের জের ভাবতে চাই না।’
আরও পড়ুন: ‘প্রিয়াঙ্কা জিতেছেন, ভাগ্যিস উনি পারভিন ববি, কিংবা সুশান্ত হয়ে যাননি…’
যদিও কথাটা শোনামাত্রই আমন বুঝতে পারেন লোকটি ভারতীয়। আমনের কথায়,‘এক ভারতীয় গণহত্যা করেছে আমারিকায়, সেটাই জানবে সবাই। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের জন্যও এটি নেতিবাচক বার্তা হবে। আমার হিন্দুস্তানের নাম বাঁচানোর তাগিদই আমাকে লড়াই করার সাহস জুগিয়েছে।’ তাই কথাটা শোনামাত্রই পাল্টা বাধা দিতে শুরু করেন আমন। ধলিওয়ালির হাতে, ঘাড়ে ও শরীরে ভয়ানক আঘাত করেছে আততায়ী। ইতিমধ্যে তাঁর হাতে ১৩টি ও ঘাড়ে ১৩টি সেলাই পড়েছে। এছাড়াও বুকের কাছে আরও কয়েকটি সেলাই করতে হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here