‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি কার লেখা জানেন? নায়ক হিসাবেই কেরিয়ার শুরু তাঁর
মাসুম ছবি খ্যাত অভিনেতা যুগল হংসরাজ কুছ কুছ হোতা হ্যায় ছবির টাইটেল ট্র্যাক লিখেছিলেন! হ্যাঁ, তেমনটাই অন্তত জানালেন এই অভিনেতা তথা লেখক। মাত্র ১০ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন তিনি। শুরু করেন কেরিয়ার। এরপর বড় হয়েও তিনি মহব্বতেঁ, পেয়ার ইম্পসিবল, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। তাঁর চার্মে মুগ্ধ হয়েছেন অনেকেই। তবে তিনি যে কেবল অভিনয় করেছেন এমনটাই নয়। তিনি একাধিক গানও লিখেছেন। এই গানগুলোর অন্যতম হল শাহরুখ খান অভিনীত ছবি কুছ কুছ হোতা হ্যায়ের টাইটেল ট্র্যাক।
একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান করণ জোহর তাঁর ভীষণই ভালো বন্ধু হন। তিনি কুছ কুছ হোতা হ্যায় ছবির স্ক্রিপ্ট কেমন হয়েছে সেটা শোনানোর জন্য তাঁর কাছে নিয়ে গিয়েছিলেন। তাঁর মতামত জানতে চেয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান গোটা স্ক্রিপ্ট শুনে তিনি অভিভূত হয়ে যান।
এই স্ক্রিপ্টটি শুনে যুগলের এতটাই ভালো লেগেছিল যে তিনি সেদিন গোটা রাত ঘুমাতে পারেননি। এবং ফলস্বরূপ সেদিন তিনি একটা সুর এবং কয়েক কলি গান লিখে ফেললেন কুছ কুছ হোতা হ্যায় শব্দবন্ধটি দিয়ে। যুগল এই সাক্ষাৎকারে জানান, ‘আমি এটা আমার ডিক্টাফোনে রেকর্ড করি এবং সেটা আমার একদল বন্ধুকে পরদিন শোনেন ওদের গানটা এতটাই ভালো লেগেছিল যে ওরা টানা বেশ কয়েকবার শুনেছিল গানটি। পরে আমায় করণ জানায় এই গানের সুর, কথা এতটাই তাঁর ভালো লেগেছে যে সে এটাকে এই ছবির টাইটেল ট্র্যাক হিসেবে রাখতে চায়।’
প্রথমে বিষয়টা নিয়ে একটু ধন্দ থাকলেও যুগল পরে করণ জোহরকে অনুমতি দেন এটিকে টাইটেল ট্র্যাক হিসেবে ব্যবহার করার জন্য। তিনি আরও বলেন, ‘করণ সবাইকে বুঝিয়েছিল যে এটাই টাইটেল ট্র্যাক হবে। আমি অবশেষে ওর কথায় সম্মতি দিই। কিন্তু তখনও বুঝিনি গানটা এতটা জনপ্রিয় হবে। এই গানের মুখরাটা আমার লেখা। আর এই অংশটা আজও জনপ্রিয় হয়ে আছে।’
যদিও যুগল জানিয়েছেন এই গানটি এতটা জনপ্রিয় হওয়ার নেপথ্যে যতীন ললিত জুটির কম অবদান নেই। তাঁদের কম্পোজিশনও সমান ভাবে গুরুত্বপূর্ণ ছিল এই গানটি জনপ্রিয় হওয়ার নেপথ্যে। প্রসঙ্গত যুগল হংসরাজ মহব্বতেঁ ছবিটির চলতে চলতে ইয়ু হি গানটির লিরিক্স লিখেছিলেন।
For all the latest entertainment News Click Here