‘কুকুর-বিড়ালকেও TVতে দেখব, তোকে কবে দেখব?’ শুরুর দিকে শুনতে হয়েছিল নওয়াজকে
পেশায় নামী অভিনেতা। তবে কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে নাকি জুনিয়ার আর্টিস্টের ভূমিকায় দেখা যাবে নওয়াজকে। নাহ, নওয়াজ এখন আর জুনিয়ার আর্টিস্ট নন, তবে এই ছবিতে তাঁর চরিত্রটি ঠিক এমনই। বাস্তবেও কেরিয়ারের শুরুর দিকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনে কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় স্ট্রাগল করতাম, সেসময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় ৫-৬ বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতে কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সকলকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’ নওয়াজ বলেন, ‘একসময় এমনও মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়ত হবে না। তারপর ভাবতাম কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! ভখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
ছবিতে ২৮ বছরের ছোট নবাগতা অভিনীত কৌরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ইতিমধ্যেই এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবিটি। ছবির ট্রেলারে ২১ বছরের অভীত কৌরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গিয়েছে নওয়াজকেও। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার লঞ্চের আসরে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকষ্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল ছবির কাজ। পরে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও কোনও নতুন মুখকে নিয়ে ছবির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নওয়াজ বলেছিলেন, তাঁকে এই ছবির চিত্রনাট্য শোনাতে বেঙ্গালুরু ছুটে গিয়েছিলেন কঙ্গনা। প্রযোজক কঙ্গনার নিষ্ঠায় তিনি মুগ্ধ বলে জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর তাই তিনি রাজি হয়ে যায়। তবে প্রেক্ষাগৃহে নয় আগামী ২৩শে জুন আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’।
For all the latest entertainment News Click Here