কী দারুণ মেকআপ, চেনাই যাচ্ছে না শাহরুখের এক সময়ের নায়িকাকে! বলুন তো কে ইনি
ইতিমধ্যেই বিরাট শোরগোল এবং আলোচনা শুরু হয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমারজেন্সি’ ছবিটি নিয়ে। এখনও ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি। ছবি মুক্তি পেতেও দেরি আছে। তার পরেও ছবি নিয়ে চর্চা একেবারে তুঙ্গে।
এর অন্যতম প্রধান কারণ নিঃসন্দেহে কঙ্গনা রানাউত নিজে। ইন্দিরা গান্ধীর আদলে তৈরি করা চরিত্রে অভিনয় করছেন তিনি। থবির কেন্দ্রীয় চরিত্রও সেটি। সেই চরিত্রের জন্য তিনি যে মেকআপ করেছেন, তা নিয়েই জল্পনা তুঙ্গে। অনেকেই বলেছেন, যে মেকআপ শিল্পী কঙ্গনাকে এমন চেহারা দিয়েছেন, ইন্দিরা গান্ধীর আদলে সাজিয়েছেন, তাঁর জবাব নেই। (আরও পড়ুন: কঙ্গনার ‘ইমারজেন্সি’তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স, প্রকাশ্যে লুক)
তবে শেষ এখানেই নয়। এর পরে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খের অভিনয় করছেন বলে জানা গিয়েছে। তা নিয়ে জল্পনা হয়েছে। (আরও পড়ুন: ইন্দিরা থাকলে জয়প্রকাশ থাকবে: ‘ইমারজেন্সি’তে লোকনায়কের লুকে দেখা দিলেন অনুপম)
কিন্তু এবার নতুন এক চরিত্র নিয়ে জল্পনা শুরু হল। কারণ প্রকাশ্যে এসেছে সেই চরিত্রের ছবিটি। চরিত্রটি পুপুল জায়াকারের। সাংস্কৃতিক সক্রিয় কর্মী এবং লেখিকা পুপুল জায়াকারের চরিত্রে কে অভিনয় করছেন, তা এখন আলোচনার বিষয়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমায় পুপুল জায়াকারের চরিত্রটির লুক। আর তা দেখে অনেকেই বলেছেন, ‘সত্যি কী দারুণ মেকআপ!’ কারণ অনেকেরই মতে, এই চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর আসল চেহারা মোটেই বোঝা যাচ্ছে না। যদিও তিনি রীতিমতো পরিচিত একজম অভিনেত্রী। কিন্তু মেকআপের পরে তাঁর চেহারা একেবারে অচেনা।
এই অভিনেত্রী শুধু যে পরিচিত, তাই নয়, ইনি এক সময়ে শাহরুখ খানের নায়িকা হিসাবেও কাজ করেছেন। ভালো করে দেখে নিন ছবি।
চিনতে পারলেন কি? এখনও যদি চিনতে না পারেন, তাহলে তা আপনার ব্যর্থতা নয়, তা মেকআপ শিল্পীর সাফল্য। অনেকেই বলছেন, এতটাই ভলো সাজানো হয়েছে তাঁকে।
দেখে নিন, কে এই অভিনেত্রী। এক সময়ে বলিউডে পর পর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তার মধ্যে অনেকগুলিই হিট। তার পরে শাহরুখ খানের সঙ্গে ‘পরদেশ’ ছবিতে কাজ করেন নায়িকা হিসাবে। ঠিকই ধরেছেন, ইনি মহিমা চৌধুরি।
কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমারজেন্সি’ ছবিতে এই মহিমাকেই দেখা যাবে পুপুল জায়াকারের ভূমিকায়। সে কথা জানানো হয়েছে ছবির প্রযোজনা সংস্থার তরফেই।
For all the latest entertainment News Click Here