কী কাণ্ড! আনন্দের ঠেলায় জাতীয় পতাকা ভুল ভাবে ধরে বিতর্কে শেফালি বর্মা- ভিডিয়ো
শেফালি বর্মার একটি ছোট্ট ভুল নিয়ে এখন হইহই পড়ে গিয়েছে। মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জেতার পর সেলিব্রেশনের ঠেলাতেই গণ্ডগোল বাধে। উল্টো জাতীয় পতাকা ধরে তিনি বিতর্কে জড়ান।
মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালটি ছিল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে। এই ম্যাচে ব্রিটিশ ক্রিকেটারদের লজ্জা বাড়িয়ে ভারতীয় দল ৭ উইকেটে দাপটে জয় ছিনিয়ে নেয়। আর প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের শিরোপা জিতে ভারতীয় দল প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। যে কারণে ভারতের মেয়েরা উচ্ছ্বাসে একেবারে ভেসে গিয়েছিল।
দলের অধিনায়ক শেফালী বর্মা ফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং ইংল্যান্ডকে মাত্র ১৭.১ ওভারে ৬৮ রানে অলআউট করে দেয় তারা। জবাবে রান তাড়া ব্যাটিং করতে নেমে ১৪তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে অনূর্ধ্ব-১৯ প্রথম বিশ্বকাপেই জয়ের স্বাদ পেয়েও, অধিনায়ক শেফালির উল্টো পতাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
জয়ের পর বিতর্কে ফাঁসলেন শেফালী বর্মা
ভারতের জয়ের পর তেরঙ্গা নিয়ে তীব্র বিতর্কে জড়ালেন ভারত অধিনায়ক শেফালি বর্মা। যার কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এমন ঘটনা তেরঙ্গার অপমান বলেই মনে করছেন ভক্তরা। তবে যখন তিনি তেরঙ্গা হাতে ধরেছিলেন, তখন তিনি আনন্দে দৌড়াচ্ছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার আনন্দে তিনি ভুলেই গিয়েছিলেন জাতীয় পতাকা যে উল্টো ধরেছেন কথা। তাঁর ভুল মোটেও ইচ্ছাকৃত ছিল না।
শেফালী বর্মার অধিনায়কত্বে শিরোপা জিতল ভারত
প্রথমে ব্যাটিং করতে এসে ইংল্যান্ড দল খুব জলদি উইকেট হারাচ্ছিলেন, তাসের ঘরের মতন ভেঙে যায় ইংল্যান্ডের ব্যাটিং, প্রথমে ব্যাটিং করতে এসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল, সর্বোচ্চ ১৯ রান আসে রিয়ানা ম্যাকডোনাল্ডের ব্যাট থেকে। ভারতীয় দলের হয়ে ২ টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী এবং পর্শাভি চোপড়া। এছাড়া মান্নাত, শেফালি এবং সোনম যাদব পেয়েছেন ১টি করে উইকেট। জবাবে ব্যাটিং করতে এসে সৌমিয়া তিওয়ারি এবং গঙ্গাদি তৃষা উভয়েই ২৪ করে রান করেন। এবং ভারত ভারত ৭ উইকেটে জয় ছিবিয়ে নেন। ম্যাচের সেরা হন তিতাস সাধু।
For all the latest Sports News Click Here