কীরকম হবে LSG-র জার্সি? ‘টিজার’ দিল গম্ভীরদের দল, দেখুন ভিডিয়ো
শুভব্রত মুখার্জি
হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫ তম সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এবং দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তার আগেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল তাদের অফিসিয়াল জার্সি ইতিমধ্যেই প্রকাশ করেছে। এখন পর্যন্ত প্রকাশিত সব জার্সিই কার্যত আগের সংস্করণের জার্সির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এমন আবহে দাঁড়িয়ে এই বছরেই তাদের ‘অভিষেক’ আইপিএলে প্রথমবার খেলতে নামার আগে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দল তাদের জার্সির ‘টিজার’ প্রকাশ করল সোশ্যাল মিডিয়াতে। যে দলের মেন্টর হলেন গৌতম গম্ভীর।
সুপার জায়ান্টস দলের পক্ষে এখনও তাদের জার্সির অফিসিয়াল লঞ্চ করা হয়নি। তবে ভক্তদের জন্য ‘টিজার’ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। গত সপ্তাহে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে গুজরাট টাইটানস দল প্রত্যেকেই তাদের জার্সির অফিসিয়াল লঞ্চ করেছে। আরও এক নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাটের জার্সির ডিজাইন ভক্তদের দ্বারা প্রশংসিত হলেও জার্সির নীল রংকে অনেকেই পছন্দ করেননি। কারণ অন্য ফ্র্যাঞ্চাইজিরও এই রঙের জার্সি রয়েছে।
তবে এলএসজির তরফে ভক্তদের ইচ্ছাকে মর্যাদা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সুপার জায়ান্টসদের অফিসিয়াল ইনস্টাগ্রামে যে জার্সির টিজার দেওয়া হয়েছে, তার রং হালকা সবুজ। যেখানে লেখা রয়েছে, ‘কামিং সুন’ অর্থাৎ শীঘ্রই আসছে। ফ্র্যাঞ্চাইজির তরফে বিষয়টি নিশ্চিতও করা হয়েছে যে দলের জার্সির রঙ ‘সিয়ান’ রঙের অর্থাৎ হালকা সবুজ রঙের হবে। প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাঁ-হাতি অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া ওই জার্সি পড়ে অনুশীলন করছেন।
For all the latest Sports News Click Here