‘কীভাবে সম্ভব!’, দুই বউ একসঙ্গে অন্তঃসত্ত্বা, পেটে চুমু খেয়ে জানালেন ইউটিউবার
দুই বউকে নিয়ে একবাড়িতে থাকেন এই ইউটিউবার। আর এই কারণেই এত জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায়। কথা হচ্ছে হায়দরাবাদের ইউটিউবার আরমান মালিককে নিয়ে। যার দুই স্ত্রীর নাম পায়েল মালিক আর কৃতিকা মালিক। সম্প্রতি আরমান সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর দুই স্ত্রীই একসঙ্গে মা হতে চলেছেন।
আরমানকে ইনস্টাগ্রামে ফলো করেন ১.৫ লাখ মানুষ আর ইউটিউবে ফলোয়ার্সের সংখ্যা ২ মিলিয়ান। সমান জনপ্রিয় তাঁর দুই বউ কৃতিকা আর পায়েলও। তাঁদের নিজেদেরও রয়েছে অ্যাকাউন্ট এই দুই সোশ্যাল সাইটে। যেখানে ফলোয়ার্সের সংখ্যাও লক্ষাধিক। পায়েল ও আরমানের একটি ছেলে রয়েছে ইতিমধ্যেই, নাম চিকু।
আরমান এবার ইনস্টায় দুই বউয়ের সঙ্গেই ছবি দিলেন। পায়েল ও কৃতিকার বেবি বাম্পে চুমু খেয়ে লিখলেন ‘মাই ফ্যামিলি’। যদিও ইউটিউবে কৃতিকা পায়েলের প্রেগন্যান্সি জার্নি আগেই শেয়ার করা হয়েছিল। দুজনেই আইভিএফের মাধ্যমে মা হয়েছেন। দেখুন আরমান মালিকের ইনস্টাগ্রাম পোস্ট–
ইউটিউবারের এই পোস্টে যেমন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তেমনই আবার ধেয়ে এসেছে কটাক্ষও। একজন লিখেছেন, ‘এই মানুষটার পক্ষেই এটা একমাত্র সম্ভব। এই লোকটাই একমাত্র যে সময় বুঝে সবটা করেছে।’ অন্যজন লিখলেন, ‘আমি তো শকড! কীভাবে সম্ভব দুই বউকে একসঙ্গে প্রেগন্যান্ট করা!’ তৃতীয়জন লিখলেন, ‘ভাই তুমি ক্রিকেট টিম তৈরি করবে। আমি নিশ্চিত’। চতুর্থজনের প্রশ্ন, ‘আইন অনুযায়ী কি দুই বিয়ে করা সম্ভব?’
রিপোর্ট অনুসারে, আরমান আর পায়েলের বিয়ে হয় ২০১১ সালে। তাঁদের ছেলের নাম চিকু। এরপর আরমান দ্বিতীয় বিয়ে করেন কৃতিকাকে ২০১৮ সালে। কৃতিকা ছিল পায়েলের বেস্ট ফ্রেন্ড। বিয়ের পর থেকে একই বাড়িতে থাকেন পায়েল-কৃতিকা। দুজনের বন্ধুত্বও অটুট।
For all the latest entertainment News Click Here