কীভাবে প্রেমে হয় বাবুলের, বিমান সেবিকা পটিয়ে বউ বানানোর গল্প ফাঁস দিদি নম্বর ১-এ
বিজেপি-তে লম্বা ইনিংসের পর সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আর তা নিয়ে বেশ কিছুদিন উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। বিরোধীদের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাগত জানানো সব নিয়ে বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিলেন এই গায়ক। তবে, এবার বাবুলের দেখা মিলল দিদি নম্বর ১-এ। তাও আবার একা নয়, দোকা। স্ত্রীকে সাথে নিয়েই তিনি এসেছিলেন জি বাংলার এই গেম শো-য়।
মজার কথা বাবুলের স্ত্রীর নামও রচনা। পুরো নাম রচনা শর্মা সুপ্রিয়। তিনি ছিলেন পেশায় একজন বিমান সেবিকা। এক ফ্লাইটেই রচনাকে প্রথম দেখেন বাবুল। তারপর সেখানেই চেয়ে নেন ফোন নম্বর। বাবুলের কথায়, ‘‘বেল বাজিয়ে কফি চাইলাম। প্রথমবার কফি আনল অন্য কেউ। তারপর আবার কফি চাইলাম, তখন ও এল। একটা কাগজ আর পেন এগিয়ে দিয়ে বললাম, ‘গিভ মি ইয়োর ফোন নম্বর’। ও একটা নম্বর লিখে দিল। ওটা কেটে দিয়ে আমি আবার কাগজ এগিয়ে দিয়ে বললাম, ‘এবার তোমার সত্যিকারের নম্বর দাও।’ ব্যাস ওতেই পটে গেল। যদিও তারপর রোজ সকালে উঠে হোয়াটসঅ্যাপে গান লিখে পাঠাতাম।’’
রচনা জানালেন বাবুল কাজের জন্য যেখানে যান সাথে করে নিয়ে যান তাঁকে ও তাঁদের একমাত্র মেয়েকে। বাবুলও জানালেন, তিনিও মদন মিত্রর মতো কথায় কথায় রেগে যান। তাই রচনাকে বলেই রেখেছেন সে যেন তখন রাগ না দেখায়! পরে তিনি গান গাইয়ে মানিয়ে নেবেন স্ত্রীকে। শুধু তাই নয়, রচনার প্রশ্নের জবাবে বাবুল জানালেন, এখনও বাড়ি থেকে বেরনোর আগে রোজ স্ত্রীর কপালে টিপ তিনিই পরিয়ে দেন।
রচনা বন্দ্য়োপাধ্যায়ের অনুরোধে তাঁর নিজের স্ত্রী রচনার জন্য ‘ইয়ে নয়না, ইয়ে কাজল’ গেয়ে ‘দিদি নং ১’-এর মঞ্চ মাতিয়ে দিলেন বাবুল এরপর। আর স্ত্রীকে বললেন ‘রচনি, তুম মেরি সুন্দরী’।
For all the latest entertainment News Click Here