কীভাবে চিত্রনাট্য মুখস্থ করেন শাহরুখ? হঠাৎ ভাইরাল পুরনো এক ‘গোপন’ ভিডিয়ো
শাহরুখ খানের অনুরাগীরা বলেন, পর্দায় যখন শাহরুখ কোনও সংলাপ বলেন, তখন নাকি দেখে বোঝা যায় না, সেগুলি মুখস্থ করা সংলাপ নাকি তাঁর অন্তর থেকে আসা নিজেরই ভাবনা। বলিউডের কিং খানকে নিয়ে এমন নানা ধরনের কথা প্রচলিত আছে তাঁর অনুরাগীদের মধ্যে। কেউ কেউ সত্যিই বিশ্বাস করতে ভালোবাসেন, যে সব রোম্যান্টিক সংলাপ পর্দায় শাহরুখ বলেন, তার অধিকাংশই অন্য কারও লিখে দেওয়া সংলাপ হতে পারে না, সেগুলি নাকি শাহরুখের নিজেরই সৃষ্টি।
যদিও বিষয়টি মোটেও তা নয়। তিনি সংলাপ মুখস্থ করেন, আত্মস্থ করেন, এবং তার পরে সেই সংলাপ নিজের মতো করে বলেন। আর সেটিই তাঁর বৈশিষ্ট্য। এহেন শাহরুখ খান কীভাবে সংলাপ মুখস্থ করেন? স্কুল কলেজে পড়ার সময়ে বা পাড়ায় অনেকেই নাটক করেন। সেই নাটকের আগে তাঁরা নাটকের জন্য রিহার্সাল করেন ঘরে বসে। শাহরুখও কি তাই? তাঁরও কি প্রয়োজন আছে রিহার্সালের?
এহেন হাজারো প্রশ্নের উত্তর দিয়েছে এই ভিডিয়ো। বলা ভালো ‘গোপন’ ভিডিয়ো। তবে সেই গোপন ভিডিয়ো ফাঁস করা হয়েছে ফিল্ম প্রোডাকশন কোম্পানির তরফে। তবে ভিডিয়োটি বেশ পুরনো। ২০০৩-০৪ সালের। সেই সময়ে ‘স্বদেশ’ ছবির শ্যুটিং করছিলেন শাহরুখ খান। আশুতোষ গোয়াড়েকর পরিচালিত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন গায়ত্রী জোশি। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিংয়ের আগে সেটির রিহার্সাল করছিলেন দু’জন। সেই সময় কেউ এই ভিডিয়োটি রেকর্ড করেন। আর হালে সেটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী রয়েছে এই ভিডিয়োয়? দেখা গিয়েছে, শাহরুখ এবং গায়ত্রী একটি দৃশ্যের রিহার্সাল করছেন। সেই দৃশ্য, যেখানে দেখা যায় তাঁরা দেশের সংস্কার এবং পরম্পরা নিয়ে তর্ক করছেন। ছবিতে দৃশ্যটি ঠিক যেভাবে রয়েছে, রিহার্সালেও ঠিক সেভাবেই কথা বলেন দু’জন। কিন্তু পার্থক্য দুটো। প্রথমত, এটি স্টুডিয়োর একটি ঘরের মধ্যে। আর এখানে দু’জনে কথা বলেন স্যান্ডুইচ খেতে খেতে।
এই ভিডিয়ো দেখে অনেকেই অত্যন্ত নস্টালজিক হয়ে পড়েছেন। অনেকেই বলেছেন, এই সব ছবির জন্যই শাহরুখ খান তাঁর জায়গায় পৌঁছেছেন। অনেকেই শাহরুখের কাছে আবদার করেছেন, তিনি যেন এই ধরনের ছবিতে আবার অভিনয় করেন। আশুতোষ গোয়াড়েকরের প্রশংসাও অনেকে করেছেন। তবে ভিডিয়োয় আক্ষেপ আছে গায়ত্রীকে নিয়ে। অনেকেরই বক্তব্য, এই অসাধারণ অভিনেত্রী সিনেমা থেকে সরে যাওয়ায় গোটা ইন্ডাস্ট্রিরই ক্ষতি হয়েছে।
For all the latest entertainment News Click Here